আজকের জোকস : একটি কলার দাম এক টাকা

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১২:৫৫ পিএম, ২৩ আগস্ট ২০২০

একটি কলার দাম এক টাকা
রাজা মিয়া বড়ই কৃপণ। একবার তিনি গেছেন কলা কিনতে-
রাজা মিয়া: কী ভাই, এই ছোট্ট কলাটার দাম কত?
বিক্রেতা: তিন টাকা।
রাজা মিয়া: দুই টাকায় দেবে কি না বল?
বিক্রেতা: বলেন কী! কলার ছোকলার দামই তো দুই টাকা।
রাজা মিয়া: এই নাও এক টাকা। ছোকলা রেখে আমাকে কলাটা দাও!

****

বিজ্ঞাপন

চাইনিজের কাছে তেলাপোকা বিক্রি
এক ট্রেনে পল্টু আর এক চাইনিজ ভ্রমণ করতে যাচ্ছিল। তাদের সেই কামরায় হঠাৎ একটি তেলাপোকা ঢুকে পড়ে। চাইনিজ লোকটি সাথে সাথে তেলাপোকাটি ধরে খেয়ে ফেলে।

পল্টু তো দেখে অবাক। কিছুক্ষণ পর আবার একটি তেলাপোকা সেই কামরায় ঢুকে পড়ে। এবার পল্টু খপ করে তেলাপোকাটি ধরে ফেলে। এরপর চাইনিজ লোকটিকে দেখিয়ে দেখিয়ে বলে, ‘একদাম বিশ টাকা! কিনবি?’

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

****

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

অন্ধ ভিক্ষুক চেনার উপায়
একদিন এক রাস্তায় দাঁড়িয়ে একজন ভিক্ষা করছে। এক পথিক দাঁড়িয়ে বলল-
পথিক: এই যে, তুমি যে ভিক্ষা চাইছো, কিভাবে বুঝবো যে তুমি অন্ধ?
ভিক্ষুক: ওই যে দূরে একটা গরু দেখতাছেন, ওইটা কিন্তু আমি দেখতে পাইতাছি না।

এসইউ/এএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।