আজকের জোকস : প্রেমিকের কাছে ১০০ মেয়ের ছবি

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ১১:৪৯ এএম, ১৯ সেপ্টেম্বর ২০২০

প্রেমিকের কাছে ১০০ মেয়ের ছবি
ছেলেটির সাথে মেয়েটির তুমুল ঝগড়া হলো। কিছুদিন পর মেয়েটি রেগে চিঠি লিখলো, ‘তোমার কাছে আমার যে ছবি আছে তা পত্রপাঠ ফেরত পাঠাবে।’

ছেলেটি একটি প্যাকেটে ১০০ মেয়ের ছবি পাঠিয়ে দিয়ে লিখলো, ‘এর ভেতর থেকে তোমারটা বেছে নাও, তোমার চেহারা ঠিক মনে পড়ছে না।’

বিজ্ঞাপন

****

সত্যিকারের প্রেম আসলেই অন্ধ
প্রেম করে বিয়ে করার পর বন্ধুকে বউ দেখাতে নিয়ে এসেছে জারিফ। বউ দেখানোর পর জারিফ বলল-
জারিফ: দোস্ত, আমার বউ কেমন দেখলি?
বন্ধু: বুঝলাম, সত্যিকারের প্রেম আসলেই অন্ধ।

বিজ্ঞাপন

বিজ্ঞাপন

****

জাগোনিউজের খবর পেতে ফলো করুন

মেয়ে পালানোর সময় বাবার কাণ্ড
বাড়ির পেছনের দরজা দিয়ে বেরিয়ে এলো জনি। মীম তাকে নিয়ে এলো গলির মোড়ে। সেখানে দাঁড়িয়ে আছে একটি ট্যাক্সি। দু’জনে উঠে পড়ল। ট্যাক্সি ছুটে চলল।
মীম: আরে, আপনি আমাদের নিয়ে কোথায় চলেছেন? আমরা তো আপনাকে কিছুই বলিনি।
ড্রাইভার: কোথায় যাবেন আমি জানি, এমনকি ভাড়াও পেয়ে গেছি।
মীম: তাই না কি? কে দিলো?
ড্রাইভার: এক বুড়ো ভদ্রলোক।

এসইউ/এএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন jagofeature@gmail.com ঠিকানায়।