আজকের জোকস: পাইলট কি উড়তে জানেন?

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০২:৪২ পিএম, ০২ মে ২০২৫

পাইলট কি উড়তে জানেন?
জাহাজে চাকরির জন্য আবেদন করেছেন একজন। তার সাক্ষাৎকারের ডাক এলো—
চাকরিদাতা: আপনি কি সাঁতার জানেন?
চাকরিপ্রার্থী: না।
চাকরিদাতা: জাহাজের ক্যাপ্টেন পদে চাকরির জন্য আবেদন করেছেন আর সাঁতার জানেন না?
চাকরিপ্রার্থী: কিছু মনে করবেন না স্যার। উড়োজাহাজের পাইলট কি উড়তে জানেন?

****

নারী সম্পর্কে পুরুষ যা জানেন
দুই বন্ধু। এখন তারা বয়সের ভারে নুয়ে পড়েছেন। একদিন তারা সারাজীবন কী করেছেন, কী পেয়েছেন, জীবনের ব্যর্থতা-অর্জন নিয়ে গল্প করছেন। এক বন্ধু অন্যজনকে বলছেন—
১ম বন্ধু: আচ্ছা বলো তো, পৃথিবীর সবচেয়ে পাতলা বইটির নাম কী?
২য় বন্ধু: জানি না তো, কোনটা?
১ম বন্ধু: নারী সম্পর্কে পুরুষ যা জানেন।

****

লোভী পাত্র
বিয়ের পাত্র খুবই লোভী। কিন্তু বেআইনি বলে যৌতুক চাইতে পারেন না। তাই কায়দা করে শ্বশুরকে বললেন, ‘বিয়েতে আপনি আমায় এমন কিছু উপহার দিন, যা পেট্রোলে চলে।’
শ্বশুরও অনেক চালাক। তিনি হেসে হেসে বললেন, ‘বেশ তো একটা খুব ভালো লাইটার দেব।’

এসইউ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।