মেলায় বিক্রি কমেছে বাংলা একাডেমির
অমর একুশে বইমেলায় গত বছরের তুলনায় এবার বিক্রি কমেছে বাংলা একাডেমির। গত বছর বইমেলার প্রথম সপ্তাহে বাংলা একাডেমি ২২ লাখ ৬১ হাজার ৪১৮ টাকার বই বিক্রি করেছিল। কিন্তু এবার মেলার প্রথম সপ্তাহে বাংলা একাডেমির বই বিক্রি হয়েছে ১৭ লাখ ৫ হাজার ৭৯ টাকার। যা গত বছরের থেকে ৫ লাখ ৫৬ হাজার ৩৩৯ টাকা কম।
সোমবার বিকেলে বাংলা একাডেমির ড. মুহাম্মদ শহীদুল্লাহ ভবনের চতুর্থ তলার সভা কক্ষে এসব তথ্য জানান একাডেমির মহাপরিচালক অধ্যাপক ড. শামসুজ্জামান খান।
তিনি বলেন, গত বছর প্রথম সপ্তাহে একাডেমির বই বিক্রি হয়েছে ২২ লাখ ৬১ হাজার ৪১৮ টাকার বই। এবার বই বিক্রি হয়েছে ১৭ লাখ ৫ হাজার ৭৯ টাকার বই। যার মধ্যে মেলার প্রথম দিনে একাডেমির বই বিক্রি হয়েছে ৫৩ হাজার ৭৯০ টাকা, দ্বিতীয় দিনে ১ লাখ ৫৮ হাজার ৭৬৭ টাকা, তৃতীয় দিনে ২ লাখ ৬ হাজার ৯৬৯ টাকা, চতুর্থ দিনে ২ লাখ ৬ হাজার ২৯ টাকা, পঞ্চম দিনে ৫ লাখ ৩৩ হাজার ৬০৯ টাকা, ষষ্ঠ দিনে ৩ লাখ ৫৭ হাজার ৮৭৬ টাকা এবং সপ্তম দিনে একাডেমির বই বিক্রি হয়েছে ১ লাখ ৯৩ হাজার ১২৬ টাকার।
তবে শামসুজ্জামান খান বলেন, একাডেমির বই যে হারে বিক্রি হচ্ছে তাতে বুঝা যায় বাংলাদেশে বইয়ের বাজার সৃষ্টি হয়েছে। শিল্প সংস্কৃতির বিকাশে মানুষ অর্থ ব্যয় করছে।
এএসএস/এমএইচ/একে/এবিএস