মাহফুজ আনামের পদত্যাগ দাবি নাসিমের


প্রকাশিত: ১১:২৬ এএম, ১২ ফেব্রুয়ারি ২০১৬

ইংরেজি দৈনিক ডেইলি স্টার-এর সম্পাদক মাহফুজ আনামের পদত্যাগ দাবি করেছে আওয়ামী লীগ সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম।

শুক্রবার রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কার্যালয়ে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি এবং ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ যুবলীগের যৌথ প্রতিনিধি সভায় তিনি এ দাবি জনান।১৫ ফেব্রুয়ারি ১৪ দলের মানববন্ধন কর্মসূচি সফল করতে এ সভার আয়োজন করা হয়।

নাসিম বলেন, তিনি-ই (মাহফুজ আনাম) এক-এগারর সময় মিথ্যা সংবাদ পরিবেশন করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গ্রেফতারের পটভূমি তৈরি করেছিলেন। তার ভুল স্বীকারের মাধ্যমে এটি প্রমাণিত হয়েছে।  

তিনি আরো বলেন, আপনি শিক্ষিত মানুষ। আপনার স্মরণ আছে, সাবেক বৃটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের বিরুদ্ধে মিথ্যা সংবাদ প্রকাশ করেছিল ‘নিউজ অব দ্য ওয়ার্ল্ডের’ সাময়িকী ‘স্টার নিউজ’ পরে এ সংবাদ পরিবেশনের কারণে সাময়িকী সম্পাদক রেবেকা  পদত্যাগ করেছিলেন। সঙ্গে সঙ্গে ভুল স্বীকার করে পদত্যাগ করেছিল নিউজ অব দ্য ওয়ার্ল্ডের সম্পাদকও। তাই আমি মনে করি, ওই সম্পাদকের মত ভুল স্বীকার করে আপনারও পদত্যাগ করা উচিত।

নাসিম বলেন, খালেদা জিয়া বাংলাদেশের রাজনীতিতে দুষ্টুগ্রহ। এই দুষ্টুগ্রহের কবল থেকে দেশকে মুক্ত করতে না পারলে দেশের অগ্রযাত্রা পদে পদে বিঘ্নিত হবে, মুক্তিযুদ্ধের চেতনা ও স্বপ্ন নিশ্চিহ্ন হয়ে যাবে।

সভায় বিশেষ অতিথি আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ  বলেন, ৭১ এর খুনীদের রায়ের বিরুদ্ধে  পাকিস্তান জাতীয় সংসদে নিন্দা প্রস্তাব উত্থাপিত হওয়ায় প্রমাণিত হয়েছে বিএনপি এবং জামায়াত পাকিস্তানের এজেন্ট। পাকিস্তান এখনো ৭১র পরাজয় ভুলতে পারেনি। তাই একাত্তরের পরাজয়ের প্রতিশোধ নিতে বিএনপি-জামায়াতকে দিয়ে স্বাধীনতা ও স্বার্বভৌমত্বকে নস্যাতের  ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে তারা। তবে পাকিস্তানের কোন ষড়যন্ত্র বাংলার মানুষ মেনে নেবে না।

যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরীর সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনটির সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, যুবনেতা মুজিবর রহমান চৌধুরী, মাহবুবুর রহমান হিরণ, আনোয়ারুল ইসলাম, মোতাহার হোসেন সাজু, ইসমাইল চৌধুরী সম্রাট, ইসমাইল হোসেন, কাজী আনিসুর রহমান, রফিকুল ইসলাম চৌধুরী, মনিরুল ইসলাম হাওলাদার প্রমুখ।

এএসএস/এএইচ/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।