সাগর-রুনীর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে গোলটেবিল আলোচনা রোববার


প্রকাশিত: ০৩:২১ পিএম, ১৩ ফেব্রুয়ারি ২০১৬

সাংবাদিক দম্পতি সাগর-রুনীর ৪র্থ মৃত্যুবার্ষিকী উপলক্ষে রোববার সকাল ১১টায় ঢাকা রিপোর্টার্স ইউনিটি’র (ডিআরইউ) রাউন্ড-টেবিল মিলনায়তনে এক গোলটেবিল আলোচনা অনুষ্ঠিত হবে।

‘চাকরি ও জীবনের নিরাপত্তাহীনতায় সাংবাদিকরা : অনিশ্চিয়তায় সাংবাদিকদের পরিবার’ শীর্ষক গোলটেবিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা ইকবাল সোবহান চৌধুরী। অনলাইন নিউজ পোর্টাল ‘দ্য ইকোনমি টুডে ডট নিউজ’ এ গোলটেবিলের আয়োজন করেছে।
 
বিএফইউজে’র সাবেক সভাপতি ও জাতীয় প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মঞ্জুরুল আহসান বুলবুল, দৈনিক আমাদের অর্থনীতির সম্পাদক নাইমুল ইসলাম খান, ভোরের কাগজের সম্পাদক শ্যামল দত্ত, বিএফইউজে’র ভারপ্রাপ্ত সভাপতি জাফর ওয়াজেদ, বিএফইউজে’র মহাসচিব ওমর ফারুক, ডিইউজে’র যুগ্ম সম্পাদক গাজী জহিরুল ইসলাম, ঢাকা রিপোর্টার্স ইউনিটির সভাপতি জামাল উদ্দীন, সাধারণ সম্পাদক রাজু আহমেদ ও ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সভাপতি নাসিমা আক্তার সোমা এ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন।

আলোচনায় সভাপতিত্ব করবেন ‘দ্য ইকোনমিটুডে ডট নিউজ’র প্রধান সম্পাদক বিশিষ্ট সাংবাদিক ও লেখক রহমান মুস্তাফিজ।

উল্লেখ্য, ২০১২ সালের ১১ ফেব্রুয়ারি পূর্ব রাজাবাজারের ভাড়া-বাসায় সাংবাদিক দম্পতি সাগর-রুনী নৃশংসভাবে খুন হন।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।