চাঁদপুরে মাদক মামলায় ২ জনের যাবজ্জীবন
চাঁদপুরে মাদক মামলায় দু ’জনের যাবজ্জীবন কারাদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা করেছে আদালত। মঙ্গলবার দুপুরে এ মামলার রায় প্রদান করেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ মামনুর রশিদ।
কারাদণ্ডপ্রাপ্তরা হলেন- কচুয়া উপজেলার আমুজান গ্রামের হামিদ আলীর ছেলে সিরাজ মিয়া (৪৮) ও একই গ্রামের মৃত আলী আজগরের ছেলে আমির হোসেন (৪৩)।
মামলার বিবরণে জানা যায়, ২০০৯ সালের ২৪ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে কচুয়া থানা পুলিশের এএসআই নজরুল ইসলাম আমুজান গ্রামের আমির হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তার বসত ঘর থেকে ৪০১ বোতল নিষিদ্ধ ভারতীয় ফেনসিডিল উদ্ধার করে। কচুয়া থানার এএসআই ও অভিযান পরিচালনাকারী নজরুল ইসলাম বাদী হয়ে এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ১৯ (১) ৩ এ (গ) ধারায় কচুয়া থানায় মামলা দায়ের করেন। স্বাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষে আজ দুপুরে আদালত তাদের এ রায় প্রদান করেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী অতিরিক্ত পিপি অ্যাড. সাইয়েদুল ইসলাম বাবু জাগো নিউজকে বলেন, ইদানিং মাদকের ছাড়াছড়ি বেড়েছে। এ রায়ে চাঁদপুরে একটি দৃষ্টান্ত হয়ে থাকবে। এ রায়ে চাঁদপুরবাসী আনন্দিত। রায়ের মধ্য দিয়ে আমরা চাঁদপুরকে মাদকমুক্ত করবো।
রাষ্ট্রপক্ষের আরও আইনজীবী ছিলেন এপিপি অ্যাড. দেবাশীষ কর মধু। আসামি পক্ষের আইনজীবী ছিলেন অ্যাড. কামরুল ইসলাম।
ইকরাম চৌধুরী/এসএস/এমএস