মন্দির থেকে উধাও ১০ লাখ টাকার চুল


প্রকাশিত: ০৯:৫৫ এএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

টাকা, গয়না চুরি হওয়ার ঘটনা হরহামেশাই ঘটে। কিন্তু তাই বলে চুল চুরি! তাও আবার ১০ লাখ টাকার। এ রকমই ঘটনা ঘটেছে অন্ধ্রপ্রদেশের সিমাচলমে বরাহলক্ষ্মী নরসিংহ স্বামী মন্দিরে।

স্পেশাল গ্রেডের ১০ ব্যাগ চুল চুরি করে নিয়ে গিয়েছে অজ্ঞাত দুর্বৃত্তরা। প্রতিদিন হাজার হাজার পূণ্যার্থী রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে ওই মন্দিরা আসেন। এমনকি পাশের রাজ্য ওড়িশা ও ছত্তীসগড় থেকেও অনেকেই আসেন। তাদের চুল মন্দিরে উৎসর্গ করেন।

আনন্দবাজারের এক প্রতিবেদনে বলা হয়েছে, নিলামের জন্য দৈর্ঘ্য ও চুলের নমুনা দেখে সেগুলো একটি ঘরে স্তূপ করে রাখা হয়। স্পেশাল গ্রেডের চুলের জন্য আলাদা ঘর রয়েছে। মন্দিরের নির্বাহী কর্মকর্তা রামচন্দ্র মোহন বলেন, এ রকম ১৫ ব্যাগ চুল কেশ কন্দন শালায় রাখা ছিল। তার মধ্যে ১০ ব্যাগ চুরি করে নিয়ে গিয়েছে চোরেরা।

তদন্তের পর পুলিশ জানিয়েছে, চুল চুরির এ ঘটনার সঙ্গে মন্দিরের ভেতরেও কারও যোগ রয়েছে। ডিসিপি জি রামগোপাল নায়েক জানান, খুব শীঘ্রই চোরদের ধরা হবে।

এসআইএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।