বগুড়ায় ছুরিকাঘাতে এক ব্যক্তি খুন


প্রকাশিত: ১২:৫৫ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬
প্রতীকী ছবি

বগুড়া শহরে জমি নিয়ে বিরোধের জের ধরে সাহেদ আলম (৪০) নামে এক ব্যক্তি খুন হয়েছেন। নিহত সাহেদ আলম শাহীন বগুড়া শহরের চকফরিদ (কলোনি) এলাকার গোলাম মোস্তফার ছেলে। মঙ্গলবার সকালে শহরের কলোনি এলাকায় জামিল মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, চকফরিদ কলোনি এলাকার আকতার হোসেনের ছেলে বাবুর সঙ্গে জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে শাহীনের বিরোধ চলছিল। আর এরই জের ধরে সকালে বাবুর লোকজন কলোনি জামিল মাদ্রাসার গেটের সামনে শাহীনকে একা পেয়ে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় প্রথমে তাকে মোহাম্মদ আলী হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে শাহীনের মৃত্যু হয়।

বগুড়া সদর থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) আসলাম আলী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জমি নিয়ে বিরোধের জের ধরে খুনের ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ব্যাপারে মামলা দায়ের ও আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

এআরএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।