পাকিস্তান চিরশত্রু : শেখ সেলিম


প্রকাশিত: ০১:৫৪ পিএম, ১৬ ফেব্রুয়ারি ২০১৬

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য শেখ ফজলুল করিম সেলিম পাকিস্তানকে চিরশত্রু আখ্যা দিয়ে বলেছেন, পাকিস্তান আমাদের চিরশত্রু। কারণ তারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, এখনও আমাদের পেছনে ষড়যন্ত্র করছে। তাই তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখার কোনো যৌক্তিকতা নেই।’

জাতীয় সংসদে মঙ্গলবার রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এসব কথা বলেন তিনি।

সেলিম বলেন, ‘পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে ভেবে দেখার আহ্বান জানাচ্ছি। পাকিস্তান এখনও তাদের এজেন্ট দিয়ে বাংলাদেশবিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। তারা ষড়যন্ত্র করে বিডিআর বিদ্রোহ করিয়েছে। তাই তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক রাখার কোনো যৌক্তিকতা নেই।’

তিনি বলেন, পাকিস্তান ১৯৭১ সালে এদেশে গণহত্যা করেছে। বঙ্গবন্ধু হত্যার সঙ্গেও জড়িত তারা। কয়েকদিন আগেও পাকিস্তান হাইকমিশনের একজন কূটনৈতিক খালেদা জিয়ার বাসার সামনে গিয়ে দেখা করার জন্য ঘোরাঘুরি করেন। পরে বিষয়টি টের পেয়ে পুলিশ তাকে ধরে নিয়ে গেছে। পাকিস্তানি হাইকমিশন এখানে বসে বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। তাই তাদের সঙ্গে সম্পর্ক চিহ্নিত করলেই আমাদের ভালো হবে।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সমালোচনা করে সেলিম বলেন, বিএনপি নেত্রী খালেদা জিয়া কিছুদিন আগে শহীদের সংখ্যা নিয়ে বিতর্কিত বক্তব্য দিয়েছেন। বঙ্গবন্ধুকে নিয়ে কটূক্তি করেছেন। কিন্তু বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ, তার জন্ম না হলে আজও আমরা হয়তো স্বাধীন হতাম না। ১৯৭১ সালে পাকিস্তান গণহত্যা চালিয়ে ৩০ লাখ মানুষকে হত্যা করেছে। এটি প্রতিষ্ঠিত সত্য। এটাকে অস্বীকার করার কোনো কারণ নেই। এটা শুধু পাকিস্তান অস্বীকার করে। আর এখন পাকিস্তানি দোসর হিসেবে খালেদাও তা অস্বীকার করা শুরু করেছেন।

তাই স্বাধীনতা ও মুক্তিযুদ্ধবিরোধী বক্তব্যের কারণে আইন করে তাদের শাস্তির দাবি জানান সেলিম।

এইচএস/একে/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।