বিদ্যুৎস্পৃষ্টে বুয়েট শিক্ষার্থীর মৃত্যু
প্রতীকী ছবি
বিদ্যুৎস্পৃষ্টে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) শিক্ষার্থী মো. হাসান রুবেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার ফেনীর সোনাগাজী উপজেলার চরগনেশ গ্রামের নিজ বাডিতে এ ঘটনা ঘটে। নিহত রুবেল সোনাগাজী চরগনেশ গ্রামের কালাজী মাঝি বাডির বিডিআর বেলায়েত মিয়ার ছেলে।
পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, সম্প্রতি হাসান রুবেল চাচাতো ভাইয়ের বিয়েতে বাডিতে আসে। বিয়ে উপলক্ষে সৌন্দয্য বর্ধকের জন্য পুকুরের পানির উপর দিয়ে বিদ্যুৎ এর লাইন টানতে যায়। এসময় রুবেল বিদ্যুৎস্পৃষ্টে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সোনাগাজী সরকারি হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সোনাগাজী মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) মেজবাহ উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান,
ময়নাতদন্তের কাজ চলছে।
জহিরুল হক মিলু/এআরএ/পিআর