এটিএম জালিয়াতির অর্থ ফেরত দেবে ইবিএল
এটিএম (অটোমেটেড টেলার মেশিন) বুথে জালিয়াতির ঘটনায় যেসব গ্রাহকের টাকা খোয়া গেছে তাদের অর্থ ফেরত দেবে ইস্টার্ন ব্যাংক। ইস্টার্ন ব্যাংকের ক্ষতিগ্রস্ত গ্রাহকদের বৃহস্পতিবার সকালে বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে এ অর্থ প্রদান করা হবে।
বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানার উপস্থিতিতে গ্রাহকদের চেক হস্তান্তর করবে ব্যাংকটি। এসময় ইস্টার্ন ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত থাকবেন।
প্রসঙ্গত, ১২ ফেব্রুয়ারি (শুক্রবার) ইস্টার্ন ব্যাংক লিমিটেডের (ইবিএল) এক গ্রাহকের অ্যাকাউন্ট থেকে অন্য ব্যাংকের এটিএম কার্ড ব্যবহার করে কৌশলে টাকা তুলে নেয় দুর্বৃত্তরা। পরে আরও জানা যায়, কার্ড ক্লোনিং করে ৩টি ব্যাংকের ৬টি এটিএম বুথ থেকে ২২ জন গ্রাহকের অ্যাকাউন্ট থেকে আনুমানিক ১০ লাখ টাকা তুলে নেওয়া হয়। বিষয়টি জানাজানি হওয়ার পর ইবিএলসহ একাধিক ব্যাংক এটিএম সেবা বন্ধ রাখে। অনেক ব্যাংক টাকা উত্তোলনের পরিমাণ কমিয়ে আনে। এতে এটিএম থেকে টাকা উত্তোলনে ভোগান্তিতে পড়তে হয় সাধারণ গ্রাহকদের।
এসআই/একে/আরআইপি