যশোরে কলেজ ছাত্রের লাশ উদ্ধার


প্রকাশিত: ১১:১৭ পিএম, ১৯ ফেব্রুয়ারি ২০১৬

যশোরে হাবিবুর রহমান নামের এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত ৯টার দিকে শহরের খোলাডাঙ্গা এলাকার একটি ছাত্রাবাস থেকে লাশ উদ্ধার করা হয়।

জানা গেছে, মৃত হাবিবুর রহমান সরকারি এমএম কলেজের সম্মান প্রথম বর্ষের ছাত্র ও যশোরের ঝিকরগাছা উপজেলার বুনোনগর গ্রামের জিহাদ হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কোতোয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) তৌহিদুর রহমান। তিনি জানান,  খবর পেয়ে রাতে ওই ছাত্রাবাস থেকে লাশ উদ্ধার করা হয়।

তিনি আরো জানান,মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য যশোর ২৫০ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে  হত্যা  নাকি আত্মহত্যা সে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। এ ঘটনায় এখনো কাউকে আটক করা হয়নি।

মিলন রহমান/এসকেডি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।