বরগুনায় অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে রোগীর মৃত্যু

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক
প্রকাশিত: ০৮:২৫ এএম, ২০ ফেব্রুয়ারি ২০১৬

বরগুনার আমতলীতে অ্যাম্বুলেন্স নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক রোগী নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অ্যাম্বুলেন্সের চালকসহ আরও চারজন। শনিবার বেলা ১১টার দিকে আমতলী উপজেলার উত্তর তক্তাবুনিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতের নাম কৃষ্ণকান্ত শীল (৭০)। তিনি উপজেলার দক্ষিণ তক্তাবুনিয়া গ্রামের বাসিন্দা। আহতরা হলেন-কৃষ্ণকান্ত শীলের স্ত্রী অমরী রানী শীল (৫০), হীরা লাল শীল (৪০), অমল শীল (৩৪) ও চালক মো. হাসান (৩০)। আহতদের মধ্যে চালক হাসানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।  বাকিদের আমতলী উপজেলা স্বাস্থ্য কমপেলেক্সে ভর্তি করা হয়েছে।

পুলিশ এবং প্রতক্ষদর্শীরা জানান, পক্ষাঘাতগ্রস্ত কৃষ্ণকান্ত শীলকে শনিবার সকাল সাড়ে ১০টার দিকে তার বাড়ি থেকে ডাক্তার দেখানোর উদ্দেশ্যে অ্যাম্বুলেন্সে করে বরিশাল নিয়ে যাচ্ছিলেন তার স্বজনরা। এ সময় চালক বেপরোয়ভাবে অ্যাম্বুলেন্সটিকে চালানো কারণে বেলা ১১টার দিকে উপজেলার উত্তর তক্তাবুনিয়া গ্রামের জনৈক আজিজ চৌকিদারের বাড়ির সামনে এসে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা লাগে। এতে অ্যাম্বুলেন্সে থাকা কৃষ্ণকান্ত শীল মাথায় আঘাত পান।

পরে স্থানীয়রা অ্যাম্বুলেন্সের সবাইকে সবাই উদ্ধার করে আমতলী উপজেলা স্বাস্থ্য কমপেলেক্সে নিয়ে আসেন। এ সময় স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক কৃষ্ণকান্ত শীলকে মৃত ঘোষণা করেন এবং চালক হাসানের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

নিহতের স্ত্রী অমরী রানী শীল অভিযোগ করে বলেন, চালকের বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

এ বিষয়ে আমতলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পুলক চন্দ্র রায় জানান, এ ঘটনায় নিহতের স্বজনরা মামলা করবেন না এ মর্মে স্বাস্থ্য কমপেলেক্স থেকে মৃতদেহ নিয়ে গেছেন।

সাইফুল ইসলাম মিরাজ/এসএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।