দক্ষিণখানে তরুণীকে গণধর্ষণের অভিযোগ, আটক ৫


প্রকাশিত: ০৫:৪৬ পিএম, ২১ ফেব্রুয়ারি ২০১৬
প্রতীকী ছবি

রাজধানীর দক্ষিণখানে এক তরুণীকে (১৭) গণধর্ষণের অভিযোগ উঠেছে তার কথিত প্রেমিক ও চার বন্ধুর বিরুদ্ধে। এঘটনায় রোববার সন্ধ্যায় অভিযুক্ত ওই পাঁচজনকে আটক করেছে পুলিশ।

দক্ষিণখান থানার পুলিশ কনস্টেবল আলাউদ্দিন জানান, রোববার ছুটির দিনে ওই তরুণীর কথিত প্রেমিক তাকে নিয়ে ঘুরতে বের হন। এক পর্যায়ে বন্ধুদের সহায়তায় ওই প্রেমিক তরুণীকে ধর্ষণ করে বলে অভিযোগ করেন।

গণধর্ষণের শিকার ওই তরুণীর ধর্ষণের আলামত পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে পাঠানোর প্রকিয়া চলছে।

পরীক্ষায় ধর্ষণের প্রমাণ পাওয়া গেলে আটক অভিযক্ত ওই চারজনের বিরদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানান ওই কনস্টেবল।

এআর/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।