সাইট ইন্টেলিজেন্সের তথ্য মনগড়া


প্রকাশিত: ০৮:৩৯ এএম, ২২ ফেব্রুয়ারি ২০১৬

যুক্তরাষ্ট্রভিত্তিক কথিত জিহাদি কর্মকাণ্ড পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান ‘সাইট ইন্টেলিজেন্স গ্রুপ’ মনগড়া তথ্য সরবরাহ করছে বলে মন্তব্য করেছেন কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের (সিটি) প্রধান মনিরুল ইসলাম।

রোববার পঞ্চগড়ে এক পুরোহিতকে হত্যার পর আইএস’র দায় স্বীকারের খবর দেয় সাইট ইন্টেলিজেন্স। এ প্রসঙ্গে সোমবার দুপুরে সাংবাদিকদের প্রশ্নের এই জবাব দেন মনিরুল ইসলাম।

গ্রেফতারকৃত আসামিদের তথ্যের সঙ্গে সাইটের তথ্যের মিল নেই উল্লেখ করে মনিরুল ইসলাম বলেন, সাইট ইন্টেলিজেন্স কথিত মনগড়া খবর পায়। এসব তথ্য দিয়ে আমাদের বিভ্রান্ত করার চেষ্টা করে। এ সাইটটি এর আগেও মনগড়া খবর প্রকাশ করেছে। সেসব ঘটনা তদন্তের পর আসামি গ্রেফতার হয়েছে। তারা আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন। তারা এসব মামলায় কোনো কোনো ক্ষেত্রে জেএমবি বা অন্য পরিচয় দিয়েছেন। কিন্তু তারা কখনোই আইএসের সম্পৃক্ততার কথা স্বীকার করেননি।

সিটির প্রধান বলেন, সাইট ইন্টেলিজেন্স গ্রুপ একটি লাভজনক কোম্পানি। তারা তাদের নিউজগুলো বিভিন্ন জায়গায় বিক্রি করে। আমেরিকায় বসে তারা শুধুমাত্র কথিত আইএসের তথ্য পায়। কিন্তু বাংলাদেশের কোনো মিডিয়া, এমনকি বিশ্বের অন্যকোনো মিডিয়া এই খবর পায় না।

পঞ্চগড়ের হত্যাকাণ্ডটি কারা ঘটিয়েছে জানতে চাইলে মনিরুল ইসলাম বলেন, একই ধরনের হত্যা পেশাদার ক্রিমিনালরাও করেন। আবার কোনো কোনো ক্ষেত্রে জেএমবিরাও করে থাকে। এই মুহূর্তে মন্তব্য করা কঠিন।

এআর/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।