রংপুরে বাসচাপায় দুই পথচারী নিহত

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ০২:২৬ পিএম, ২২ ফেব্রুয়ারি ২০১৬

রংপুরের তারাগঞ্জে বাসের চাপায় দুই পথচারী নিহত হয়েছন। সোমবার সন্ধ্যা ৭টার দিকে উপজেলার বেলতলী নামক স্থানে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী প্রায় দুই ঘণ্টা রংপুর-সৈয়দপুর মহাসড়ক অবরোধ করে রাখে।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, নীলফামারী কিশোরগঞ্জ উপজেলার বড়ভিটা গ্রামের সিরাজুল ইসলাম (৩৮) তার মেয়েকে তিন মাস আগে তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর বেলতলি গ্রামের আফছার আলীর (৫৬) ছেলের আজিজুলের সঙ্গে বিয়ে দেন। সোমবার বিকালে জামাইয়ের বাড়িতে বেড়াতে আসেন সিরাজুল। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে আফছার ও সিরাজুল দুই বিয়াই মিলে বেলতলি মেডিকেল বাজারে চা খেতে যান।

পরে সন্ধ্যা ৭টার দিকে বাড়িতে ফেরার পথে রংপুর -দিনাজপুর মহাসড়ক পার হওয়ার সময় সৈয়দপুর থেকে ছেড়ে আসা রংপুরগামী সরকার পরিহনের একটি মিনিবাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই দুই বিয়াই নিহত হন।

এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী সন্ধ্যা ৭টা থেকে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে  অবরোধকারীদের শান্ত করলে প্রায় দুই ঘণ্টা পর যান চলাচল স্বাভাবিক হয়।

তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আব্দুর সাত্তার জাগো নিউজকে জানান, অবরোধকারীদের শান্ত করার পর যান চলাচল স্বাভাবিক হয়েছে। নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

জিতু কবীর/এআরএ/আরআইপি/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।