একুশের চেতনার ভিত্তিতে বাংলাদেশ নামক রাষ্ট্রটির সৃষ্টি


প্রকাশিত: ০৪:০০ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

শিক্ষাবিদ ড.জিল্লুর রহমান বলেচেন, একুশের চেতনার উপর ভিত্তি করে বাংলাদেশ নামক রাষ্ট্রটির সৃষ্টি। গত ২০ ফেব্রুয়ারি সেন্ট্রাল ফ্লোরিডার আহমদ রেস্টুরেন্টে রাত নয়টায় সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ আয়োজিত একুশের বিশেষ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

আওয়ামী লীগ সভাপতি মাহবুবুর রহমান মিলনের সভাপতিত্বে দুই পর্বের একুশ অনুষ্ঠানের প্রথম পর্বে আলোচনা সভায় ড. জিল্লুর রহমান বলেন, শেখ মুজিবুর রহমানের মতো বিচক্ষণ নেতা পৃথিবীতে বিরল। ভাষা আন্দোলনে তার আপোষহীন নেতৃত্ব ছিল চোখে পড়ার মতো। ভাষা আন্দোলনের সফলতার মাধ্যমে বাঙালি আত্মবিশ্বাসী হয়েছিল স্বাধীন দেশ প্রতিষ্ঠায়।

তিনি বলেন, বাংলাদেশিদের গর্ব করার তিনটি জিনিস আছে। এক. ভাষা আন্দোলন,  দুই. বঙ্গবন্ধু ও তিন. আমাদের মহান মুক্তিযুদ্ধ। ইংরেজিতে অনেক বই লিখেছি কিন্তু, বাংলায় লিখে যে আনন্দ পাই তা ভাষায় প্রকাশ করার মতে নয়।

জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে রাত দশটায় ভাষা দিবসের মূল অনুষ্ঠান শুরু হয়। সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলো আহমদ ও যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম সাদত জুয়েল অনুষ্ঠান পরিচালনা করেন। এসময় বিশেষ অতিথির বক্তব্যে প্রবীণ আওয়ামী লীগ নেতা (স্বাধীনতার পর প্রথম সাংসদ) আলতাফুর রহমান বলেন, ভাষা আন্দোলনের মাধ্যমে এক জাতি সত্তার প্রথম বীজ বপন হয়েছিল। পৃথিবীর ইতিহাসে যা স্বর্ণাক্ষরে লেখা থাকবে।  

USA-League

বিশেষ অতিথির বক্তব্যে মুক্তিযোদ্ধা প্রশিক্ষক ও বীর মুক্তিযোদ্ধা ডা. সিরাজুল ইসলাম বলেন, ভাষাকে বাঁচিয়ে রাখতে হলে প্রবাসে আমাদের মা`দের বিশেষ অবদান রাখতে হবে। বাংলা ভাষার চর্চা সব সময় করতে হবে, তা  শুধু ২১শে ফেব্রুয়ারির ফুল দেয়ার মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না। আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য রাখেন, প্রকৌশলী ইকবাল হায়দার, বিশিষ্ট শিক্ষাবিদ মতিউর রহমান।

কবিতা আবৃত্তি করেন, ড.জিল্লুর রহমানের কন্যা ওয়াসিমা ওয়ালি। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জসিম উদ্দিন ও নাজিম উল্লাহ লিটন। সহসভাপতি মোয়াজ্জেম ইকবাল ও আজিজুর রহমান, সদস্য শাওন প্রজা প্রমুখ। কোরআন তিলাওয়াত করেন হুজ্জাতুল ইসলাম বেলাল। ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা ও দোয়া করা হয়।

রাত এগারটায় শুরু হয় ভাষার গান। তা চলে পুরো মধ্যরাত পর্যন্ত। রাত ১২টা এক মিনিটে শহীদ মিনারে প্রথমে সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। তারপর সোসাইটি অব সেন্ট্রাল ফ্লোরিডা পুষ্পস্তবক অর্পণ করে। তারপর একে একে অন্যান্য সংগঠন ও ব্যক্তিগতভাবে সকল প্রবাসীরা শহীদ বেদিতে ফুল প্রদান করেন। সেন্ট্রাল ফ্লোরিডা বিভিন্ন সিটি থেকে শত শত প্রবাসী একুশের অনুষ্ঠানে উপস্তিত হন। সেন্ট্রাল ফ্লোরিডা মহানগর আওয়ামী লীগ এক যুগ থেকে একুশে ফেব্রুয়ারি পালন করে আসছে।

 এমজেড/পিআর

প্রবাস জীবনের অভিজ্ঞতা, ভ্রমণ, গল্প-আড্ডা, আনন্দ-বেদনা, অনুভূতি, স্বদেশের স্মৃতিচারণ, রাজনৈতিক ও সাংস্কৃতিক লেখা পাঠাতে পারেন। ছবিসহ লেখা পাঠানোর ঠিকানা - [email protected]