শাহজালাল থেকে ইপিজেড পর্যন্ত উড়াল সড়ক হবে


প্রকাশিত: ০৮:২৯ এএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৬

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ঢাকা ইপিজেড পর্যন্ত মোট ৪২ কিলোমিটার উড়াল সড়ক (এলিভেডেট এক্সপ্রেসওয়ে) নির্মাণ করা হবে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। মঙ্গলবার দুপুরে আশুলিয়ার আব্দুল্লাপুর-বাইপাইল সড়কের ক্ষতিগ্রস্থ স্থানে ১৪ কোটি টাকা ব্যয়ে ১ কিলোমিটার ওভার-লে নির্মাণ কাজের অগ্রগতি পরিদর্শনে গিয়ে তিনি এ কথা বলেন।

তিনি বলেন, আশুলিয়ার আব্দুল্লাপুর-বাইপাইল সড়কে স্থায়ীভাবে ভোগান্তী কমাতে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দর থেকে ঢাকা ইপিজেড পর্যন্ত মোট ৪২ কিলোমিটার এলিভেডেট এক্সপ্রেসওয়ে (উড়াল সড়ক) নির্মাণ করা হবে। এর মধ্যে ২২ কিলোমিটার হবে র‌্যাম্প।

বিএনপিকে নিবন্ধিত ও বড় রাজনৈতিক দল উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, বিএনপির সম্মেলনে সরকারের তরফ থেকে কোনো বাধা দেওয়া হচ্ছে না। তাদের অভিযোগের অন্ত নেই, তারা সরকারের প্রতিটি বিষয়েই অভিযোগ তুলেন।

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলামের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, কোথায় কোথায় সম্মেলনে বাধা দেওয়া হচ্ছে তা সরকারের কাছে স্পষ্ট করুন।

মন্ত্রী আরো বলেন, বিএনপি এয়ারকন্ডিশনের বাতাস ছাড়া সম্মেলন করতে পারে না। তাই তারা সিদ্ধান্ত নিয়েছিল বসুন্ধারায় সম্মেলন করবে। কিন্তু বসুন্ধারা যেহেতু একটি প্রাইভেট কম্পানি তাই তারা ওখানে সম্মলন করার অনুমতি দেয়নি। এর জন্য তো সরকার দায়ী নয়।

আল-মামুন/আরএস/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।