মাদারীপুরে সেনা সদস্যের পরিবারকে মামলা তুলে নেয়ার হুমকি
মাদারীপুরের কুকরাইল এলাকায় জমি নিয়ে মারামারির মামলায় আসামিরা আগাম জামিনে এলাকায় এসে আহত সেনাবাহিনী সদস্য ও তার পরিবারকে মামলা তুলে নেয়ার হুমকি দিচ্ছে বলে জানা গেছে।
এ ঘটনায় সেনা সদস্য নাসিরউদ্দিন হাওলাদার জানান, মামলার তিন দিন হয়ে গেলেও এখন কোনো আসামি গ্রেফতারতো হয়নি। বরং মো. রাজে হাওলাদার, দেলোয়ার হাওলাদার ও আছাদ হাওলাদার গতকাল সোমবার আগাম জামিন নিয়ে আমাকেসহ আমার পরিবারকে মামলা তুলে নেয়ার জন্য প্রাণনাশের হুমকি দিচ্ছে।
উলেখ্য, সেনাবাহিনীর সৈনিক-১০০৫৯১২ (করপোর্যাল) নাসিরউদ্দিন হাওলাদার গত বৃহস্পতিবার ছুটিতে বাড়ি আসলে পুরনো বিরোধের জের ও বাড়ির সীমানা নিয়ে আসামিরা দলবল নিয়ে ওই সেনা সদস্যের বাবা মো. হানিফ হাওলাদারের বাড়ি এসে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এক পর্যায়ে নাসির হাওলাদার বাধা দিলে সন্ত্রাসীরা দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি আঘাত করে। আহত অবস্থায় সৈনিক নাসিরউদ্দিন হাওলাদার মাদারীপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ ব্যাপারে গত শনিবার মাদরীপুর সদর মডেল থানায় মো. রাজে হাওলাদারকে প্রধান আসামি করে ৮ জনের বিরুদ্ধে মামলা করা হয়। মামলা নং-৪১।
মাদারীপুর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল মোর্শেদ জানান, থানায় মামলা হয়েছে। হুমকির ব্যাপারে আমার জানা নেই। তবে অভিযোগ আসলে ব্যবস্থা নেয়া হবে।
এ কে এম নাসিরুল হক/এমএএস/আরআইপি