প্রাণ পিনাট বার ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কার প্রদান


প্রকাশিত: ০১:৫০ পিএম, ২৩ ফেব্রুয়ারি ২০১৬
মঙ্গলবার রাজধানীর প্রাণ-আরএফএল সেন্টারে ‘প্রাণ পিনাট বার হোয়াট্টা কাপল কনটেস্ট’ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।

বিশ্ব ভালবাসা দিবস উপলক্ষে প্রাণ পিনাট বার আয়োজিত ক্যাম্পেইনের বিজয়ীদের পুরস্কৃত করা হয়েছে। মঙ্গলবার বিকেলে রাজধানীর প্রাণ-আরএফএল সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে ৩০ জন বিজয়ীর হাতে পুরস্কার তুলে দেন প্রাণ এগ্রো লিমিটেডের প্রধান পরিচালন কর্মকর্তা শেখ সাজ্জাদ হোসেন। পুরস্কারের মধ্যে ছিল হীরার আংটি, হীরার কানের দুল, হাতঘড়ি, ছবির ফ্রেম ও সঙ্গীসহ সিনেমা দেখার টিকিট।

প্রাণ পিনাট বার আয়োজিত ‘হোয়াট্টা কাপল’ ক্যাম্পেইন চলে ফেব্রুয়ারির ১ থেকে ৭ তারিখ পর্যন্ত। নির্ধারিত সময়ের মধ্যে প্রাণ পিনাটবারের ফেসবুক পেজে যুগলদের আপলোড করা প্রায় ৫ হাজার ছবি থেকে ৩০টি ছবি নির্বাচন করা হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, প্রাণ এগ্রো লিমিটেডের ক্যাটাগরি ম্যানেজার তোষণ পাল এবং সহকারী ব্র্যান্ড ম্যানেজার সিফাত আহমেদ।

এসএইচএস/এবিএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।