৭ দফা দাবিতে সিএনজি চালকদের মানববন্ধন
সাত দফা দাবিতে মানববন্ধন করেছে ঢাকা জেলা ফোরস্টোক অটোরিকশা (সিএনজি) ড্রাইভার্স ইউনিয়ন। বুধবার জাতীয় প্রেসক্লাবের সামনে দাবি আদায়ে আয়োজিত এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় সিএনজি চালকরা ৭ দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো, কথায় কথায় রেকারিং ও ডাম্পিং করা যাবে না। সার্জেন্ট পুলিশের মনগড়া রেকারিং বন্ধ করতে হবে। চালকদের উপর নির্যাতন অবিলম্বে বন্ধ করতে হবে। অবিলম্বে চালকদের জেল থেকে মুক্তি দিতে হবে।
২০০৭ সালের গ্যাজেট অনুযায়ী শ্রমিকদের নিয়োগপত্র ও আইডি কার্ড বাধ্যতামূলক করতে হবে।
ঢাকা মহানগরীতে থ্রি হুইলার বৈধ লাইসেন্সধারী চালকদের মাঝে পাঁচহাজার সিএনজি দ্রুত বিতরণের ব্যবস্থা করতে হবে।
৬শ` টাকা জমার গাড়ি ৯শ` টাকা করা হয়েছে যাতে শ্রমিকদের কোনো লাভ হয়নি। জমার ব্যাপারে পুনরায় বিবেচনা করা হোক।
একই স্থান থেকে মিটার চালিত গাড়ি এবং অবৈধভাবে মিটার ছাড়া প্রাইভেট গাড়ি ভাড়ায় চুক্তিতে চলাচল করছে। অবৈধভাবে মিটার ছাড়া গাড়ি মহানগরীতে চলাচল বন্ধ করা না হলে যাত্রী সেবার মান উন্নয়ন করা সম্ভব নয়, তাই মহানগরীতে মিটার ছাড়া গাড়ি বন্ধ করা হোক।
ইকোনোমিক লাইফ বৃদ্ধি করা গাড়ি ৬শ` টাকা জমা করতে হবে। মানববন্ধনে ঢাকা জেলা ফোরস্টাক অটোরিকশা (সিএনজি) ড্রাইভার্স ইউনিয়নয়ের সদস্য ছাড়াও অন্যান্য সিএনজি ড্রাইভাররাও অংশ নেন।
এএস/এমজেড/পিআর