সৈয়দ আশরাফ সিলেটে
তিনদিনের সফরে সিলেট এসেছেন বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।
বুধবার বেলা সোয়া ১টায় তিনি বিমানযোগে সিলেট ওসমানি আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। ওসমানি আর্ন্তজাতিক বিমানবন্দরে আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মিসবাহউদ্দিন সিরাজ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহসভাপতি মুহিবুর রহমান মানিক এমপি, মহানগরের সভাপতি সাবেক সিটি মেয়র বদরউদ্দিন আহমদ কামরান, সিলেট জেলার সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীসহ স্থানীয় আওয়ামী লীগের শীর্ষ নেতারা তাকে স্বাগত জানান।
পরে তিনি বিমানবন্দর থেকে সরাসরি সিলেট সার্কিট হাউসে আসেন। সেখান থেকে তিনি সিলেট ক্লাবে যাবেন এবং দুপুরে খাবার শেষে ফের সার্কিট হাউজে অবস্থান করবেন।
সেখানে তিনি রাত্রীযাপন করে আগামীকাল বৃহস্পতিবার তিনি সিলেট থেকে সুনামগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়ে সুনামগঞ্জ সার্কিট হাউজে অবস্থান করবেন।
ওইদিন দুপুর ২টায় তিনি সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে যোগদান করবেন। রাতে তিনি সিলেট ফিরে সার্কিট হাউজে রাত্রীযাপন করবেন। আগামী শুক্রবার দুপুরে তিনি বিমানযোগে ঢাকায় ফিরবেন।
ছামির মাহমুদ/এমএএস/আরআইপি