বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে বিএসএফ
চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার নিমতলা সীমান্ত থেকে লিয়াকত আলী (২৮) নামে এক বাংলাদেশিকে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। বুধবার রাত ৮টার দিকে সীমান্তের ৭৪নং মেইন পিলারের কাছ থেকে তাকে আটক করে বিএসএফ।
লিয়াকত আলী জীবননগর উপজেলার মনোহরপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে।
চুয়াডাঙ্গা-৬ বিজিবি অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আমির হামজা বিষয়টি নিশ্চিত করে জানান, লিয়াকত আলী অবৈধভাবে ভারতের অভ্যন্তরে প্রবেশ করলে ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের গেদে ক্যাম্পের টহল দল তাকে ৩৬ বোতল ফেনসিডিলসহ আটক করে। এরপর রাতেই তাকে ফেরত চেয়ে বিজিবি-বিএসএফ কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে বিএসএফ জানিয়েছে, আটক লিয়াকত আলীকে কৃষ্ণগষ্ণ থানায় সোপর্দ করা হয়েছে। এখন তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমেই ফেরত আসতে হবে।
সালাউদ্দীন কাজল/এআরএ/পিআর