লাকধনাবি বাংলা পাওয়ার প্লান্ট উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
কুমিল্লার সদর দক্ষিণের জাঙ্গালিয়ায় ৪২৫ কোটি টাকা ব্যয়ে শ্রীলঙ্কান মালিকানাধীন লাকধনাবি বাংলা পাওয়ার প্লান্ট নামের ৫২.২ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার সকাল ১১টা দিকে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এটি উদ্বোধন করবেন তিনি।
প্রধানমন্ত্রী একই সঙ্গে গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার ৬ হাজার নতুন বিদ্যুৎ সংযোগ প্রদান কার্যক্রম, গাজীপুরের কড্ডা ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্র, আশুগঞ্জ ২২৫ মেগাওয়াট কম্বাইন্ড (এসটি ইউনিট) চট্টগ্রামের পটিয়া ১০৮ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রের উদ্বোধন করবেন।
কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন পরিকল্পনা মন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি তাজুল ইসলাম, জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল, বিদ্যুৎ বিভাগসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
পাওয়ার প্লান্ট ম্যানেজার রাকেশ চন্দ্র ঘোষ জানান, ৫২ দশমিক ০২ মেগাওয়াট উৎপাদন ক্ষমতা সম্পন্ন প্লান্টটির নির্মাণ কাজ শুরু হয় ২০১৪ সালের ২৯ ফেব্রুয়ারি। ৩ একর জমিতে নির্মিত প্লান্টটির এক বছরের মধ্যে নির্মাণ কাজ শেষ হওয়ার কথা থাকলেও এর আগেই নির্মাণ কাজ শেষ হয়। ফার্নেস ওয়েল ব্যবহার করে ২০১৪ সালের ২৮ ডিসেম্বর থেকে প্লান্টটি বিদ্যুৎ উৎপাদন করে আসছে। আগামী ১৫ বছর এই প্লান্ট থেকে উৎপাদিত বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে। প্লান্টটি তৈরি করতে ৪২৫ কোটি টাকা ব্যয় হয়েছে।
কুমিল্লার জেলা প্রশাসক মো. হাসানুজ্জামান কল্লোল জানান, ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব প্রকল্পের ভিডিও ক্লিপ প্রদর্শন করা হবে। এসময় প্রধানমন্ত্রী উপস্থিত নেতৃবৃন্দ, সুধীজন, সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করবেন।
কামাল উদ্দিন/এআরএ/পিআর