ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ

ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার জানকিছড়া রেলসেতুর নিচের মাটি সরে যাওয়ায় ঢাকার সঙ্গে সিলেট ও চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বুধবার রাত আড়াইটার দিকে উপজেলার লাউয়াছড়া জাতীয় উদ্যানের জানকিছড়া রেলসেতুতে এ ঘটনা ঘটে।
শমসেরনগর রেলওয়ে স্টেশন মাস্টার আব্দুল আজিজ জানান, পাহাড়ি ঢল ও ভারী বৃষ্টির কারণে কমলগঞ্জ উপজেলার জানকিছড়া রেলসেতুর নিচের মাটি সরে যায়। এতে ওই রেলসেতুটি ক্ষতিগ্রস্ত হয়েছে। এ রিপোর্ট পর্যন্ত রেলসেতুতে সংস্কার কাজ চলছে। কাজ শেষ হলে ট্রেন চলাচল স্বাভাবিক হবে।
এ ব্যাপারে কমলগঞ্জ রেলস্টেশন মাস্টার রুস্তম আলী ফকির জানান, রেললাইন মেরামতের কাজে লোকজন পাঠানো হয়েছে।
ট্রেন চলাচল বন্ধ থাকায় সিলেট থেকে ছেড়ে আসা জালালাবাদ এক্সপ্রেস ট্রেনটি ভানুগাছ রেলস্টেশনে আটকা পড়েছে। অন্যদিকে ঢাকা থেকে ছেড়ে আসা উদয়ন এক্সপ্রেস ট্রেনটি শয়েস্তাগঞ্জে আটকা পড়েছে।
এআরএ/পিআর