যশোরে অস্ত্রসহ আটক ৩


প্রকাশিত: ০৯:৫৯ এএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

যশোরে আগ্নেয়াস্ত্রসহ তিনজনকে আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, ১টি রিভলবার, দুইটি ম্যাগাজিন ও চার রাউন্ড গুলি উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার মুন্সি বাগডাঙ্গা গ্রামে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটকরা হলেন, যশোর সদর উপজেলার মুন্সি বাগডাঙ্গা গ্রামের গোলাম সরদারের ছেলে শাহিনুর রহমান (৩০), কুমার বাগডাঙ্গা গ্রামের মৃত নেছার আলী গাজীর ছেলে আলম হোসেন (২৭) এবং একই গ্রামের মৃত সাত্তার চাকলাদারের ছেলে সবুজ হোসেন (২৭)।

যশোর ডিবির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহমেদ হাশমী জানান, গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ বাগডাঙ্গা গ্রামে অভিযান চালায়। অভিযানকালে অস্ত্র, ম্যাগাজিন, গুলিসহ তিনজনকে আটক করা হয়। তারা সে সময় অপরাধমূলক কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিলেন বলেও উল্লেখ করেন তিনি।

এদিকে আটক আলম হোসেনের স্ত্রী তহমিনা বেগম দাবি করেন, আলম কৃষি কাজ করে। সে সন্ত্রাসী, অস্ত্র ব্যবসায়ী না। শাহিনুরের কথা মতো পুলিশ আলমকে আটক করেছে।

মিলন রহমান/এফএ/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।