বরিশালে মহানগর ছাত্রলীগের কমিটি বাতিলের দাবিতে মানববন্ধন
বরিশাল মহানগর ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিল করে নতুন কমিটি গঠনের দাবিতে মানববন্ধন করেছে ছাত্রলীগের একাংশের নেতাকর্মীরা।
মানববন্ধনে ছাত্রলীগ নেতা রইছ আহম্মেদ মান্নাসহ অন্যান্য নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত মামলা প্রত্যাহারের দাবিও জানানো হয়।
বৃহস্পতিবার বেলা ১১টার দিকে নগরীর সদর রোড অশ্বিনী কুমার হলের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মহানগর ছাত্রলীগের তৃণমূল নেতাকর্মীর ব্যানারে মানববন্ধন করা হলেও আওয়ামী লীগ, যুবলীগ, শ্রমিকলীগ, প্রজন্মলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী ব্যানার নিয়ে মানববন্ধনে অংশগ্রহণ এবং সংহতি জানিয়ে বক্তৃতা করেন।
বক্তারা বলেন, ছাত্রলীগে কোনো সন্ত্রাসী ও চাঁদাবাজদের ঠাঁই দেওয়া যাবেনা। অথচ মহানগর ছাত্রলীগের মেয়াদোত্তীর্ণ কমিটির সভাপতি জসিমউদ্দিন ও সাধারণ সম্পাদক অসীম দেওয়ান যোগসাজস করে বেপরোয়াভাবে বিরোধীয় জমি দখল, টেণ্ডারবাজী এবং চাঁদাবাজী করছে। তাদের সন্ত্রাসী কর্মকাণ্ডে মহানগর ছাত্রলীগের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে।
গত রোববার রাতে মেয়াদোত্তীর্ণ মহানগর ছাত্রলীগ কমিটির সাধারণ সম্পাদক অসীম দেওয়ানের বাসায় কথিত হামলার ঘটনায় মহানগর ছাত্রলীগ নেতা রইজ আহম্মেদ মান্না, আহম্মেদ শাহরিয়ার ও সুজন বিশ্বাসসহ আওয়ামী লীগ, যুবলীগ নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদ জানিয়ে ওই মামলা প্রত্যাহারের দাবি জানানো হয়।
তারা অনতিবিলম্বে মহানগর ছাত্রলীগের মেয়াদোত্তীণ বিতর্কিত কমিটি বাতিল করে ত্যাগী নেতাদের নিয়ে মহানগর ছাত্রলীগের নতুন কমিটি গঠনের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগ নেতাদের প্রতি আহ্বান জানান।
মানববন্ধন শেষে উল্লেখিত দাবি জানিয়ে মেট্রোপলিটন পুলিশ কমিশনার, জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন, জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, মহানগর ছাত্রলীগ নেতা, মাইনুল ইসলাম, মো. মাসুম, অনিক সেরনিয়াবাত, জাহিদ হাসান, মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহিন সিকদার, মহানগর শ্রমিক লীগের সাধারন সম্পাদক পরিমল চন্দ্র দাস, প্রিন্স তালুকদারসহ মহানগর ছাত্রলীগের ৩০টি ওয়ার্ড ছাত্রলীগের একাংশের নেতারা।
সাইফ আমীন/এমএএস/আরআইপি