অনলাইন ফুড ফেস্টিভাল শুরু রোববার


প্রকাশিত: ০১:৩৬ পিএম, ২৫ ফেব্রুয়ারি ২০১৬

গ্রামীণফোন-ফুডপান্ডা অনলাইন ফুড ফেস্টিভাল শুরু হচ্ছে রোববার থেকে। স্বনামধন্য খাবার সরবরাহকারী প্রতিষ্ঠান ফুডপান্ডা আয়োজিত এই ফেস্টিভালটি চলবে আগামী সোমবার পর্যন্ত।

গ্রামীণফোন জানিয়েছে, মোবাইলে ফুডপান্ডা অ্যাপ্লিকেশন ব্যবহার করে যে কেউ খাবার অর্ডার করলে একটি কিনলে একটি ফ্রি অফার উপভোগ করতে পারবেন। এছাড়া অর্ডার করা খাবারের মূল্যের উপর সর্বোচ্চ শতকরা ৫০ ভাগ ছাড়ের আয়োজন রাখা হয়েছে ভোজনরসিকদের জন্য।

নাগা, ওয়াও বার্গার, চাপ সামলাও, বিটার সুইট ক্যাফে, স্টেক হাউজ, ফাজিতাস, গ্লেজড, প্যাদা টিং টিং, খানাস, প্ল্যাটার, শর্মা হাউজ, টাইম আউট, ইতালিয়ান পিৎজা হাট, ফুজিয়ান রেস্টুরেন্ট, মিট লাভার্স, কোপাকাবানা, স্মোক মিউজিক ক্যাফে, সুমি’স হট কেক, জাপানিজ রেস্টুরেন্ট ইচি, ডমিনস পিৎজা, কয়লা, গ্লাসহাউজ, নোম্যাডস, আমেরিকান বার্গার, আল ফ্রেসকো, সোই থ্রি, ফু ওয়াং শর্মা, কমিক ক্যাফে, বাবুর্চি রেস্টুরেন্ট, বিএনবি, পিৎজা ইন্ড, ফুড ড্রিংক্স রেস্টুরেন্ট, দ্যা গ্যালারি, চাবি রোলস, ওক্এ্যান্ডরোল, দা সিগনেচার, জাইতুন, হাটখোলা, বুম টাউন, সুপার ইয়াম, ঢাবা, অ্যারাবিয়ান ব্রোস্ট চিকেন, বার্গার বাইটস, লেমনগ্রাস, গার্লিক ক্যাফে, হট চিকেন, সারাবেলাসহ ঢাকা ও চট্টগ্রামের অসংখ্য খাবারের আউটলেট ‘গ্রামীণফোন-ফুডপান্ডা অনলাইন ফুড ফেস্টিভাল এর তালিকায় রাখা হয়েছে।

আরএম/এসকেডি/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।