বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন কার্যকর করার দাবি


প্রকাশিত: ১১:০৮ এএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৬

সিটি কর্পোরেশন প্রণীত বাড়িভাড়া নিয়ন্ত্রণ আইন কার্যকর করে প্রতিটি ওয়ার্ডে বাড়িভাড়া নিয়ন্ত্রক নিয়োগ দেবার আহ্বান জানিয়েছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি)।

শুক্রবার রাজধানীর শান্তিনগর বাজারের সামনে বাসযোগ্য ওয়ার্ড গড়ে তোলার লক্ষ্যে সিপিবি পল্টন থানা কমিটির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ সমাবেশ থেকে বক্তারা এই আহ্বান জানান।

সংগঠনের পল্টন থানার সাধারণ সম্পাদক সেকেন্দার হায়াৎ এর সভাপতিত্বে সমাবেশে ঢাকা কমিটির সম্পদকমণ্ডলীর সদস্য জাহিদ হোসেন খান, ঢাকা কমিটির সদস্য হযরত আলী, পল্টন থানা কমিটির সদস্য মুর্শিকুল ইসলাম শিমুল, বাংলাদেশ হকার্স ইউনিয়নের আহ্বায়ক আব্দুল হাশেম কবীর প্রমুখ বক্তব্য রাখেন।

সমাবেশে নেতারা বলেন, ওয়াসার দুর্গন্ধযুক্ত পানি সরবরাহের ফলে বিভিন্ন ধরনের রোগ-জীবাণু মানুষের শরীরে প্রবেশ করছে এবং শিশু ও নারীরা চর্মসহ নানা ধরনের রোগে আক্রান্ত হচ্ছে। তারা অবিলম্বে ওয়াসাকে পানি সমস্যা সমাধানেরও আহ্বান জানান।

নেতারা যানজট নিরসনে সার্কুলার রোড নির্মাণ, পূর্ব-পশ্চিম সংযোগ সড়ক নির্মাণ, ক্রসিং পয়েন্টে ছোট ছোট ওভার পাস নির্মাণ, শহরের মধ্যে সাটল ও কমিউটার ট্রেন চালু করা এবং গণপরিবহনের সংখ্যা ও সেবার মান বৃদ্ধি করার দাবি জানান।

সমাবেশ শেষে একটি মিছিল পল্টনের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্থানীয় ওয়ার্ড কমিশনারের কার্যালয় এসে শেষ হয়।

পরে সেকেন্দার হায়াতের নেতৃত্বে একটি প্রতিনিধি দল স্থানীয় ১৩ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মোস্তবা জামান পপি ও ওয়াসার পয়নিষ্কাশন কর্মকর্তা গোলাম খসরুর নিকট ১০ দফা দাবির স্মারকলিপি প্রদান করেছে।

একে /এবিএস  

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।