ময়মনসিংহে ১২ ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু
ময়মনসিংহে উদ্ধারকারী ট্রেনের তিনটি বগি লাইনচ্যূত হওয়ায় তিনটি রেলপথে ১২ ঘণ্টা ট্রেন চলাচল বন্ধ হয়ে পড়ে। এরপর দুপুর ২টার পর থেকে পুনরায় ট্রেন চলাচল শুরু হয়েছে। এর আগে শনিবার ভোররাত পৌনে তিনটার দিকে ময়মনসিংহ জংশন রেলস্টেশনের কাছে কৃষ্টপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে এতে কেউ হতাহত হয়নি।
শুক্রবার গৌরীপুর জংশন রেলস্টেশনে ২৬১ নং আপ ট্রেনের লাইনচ্যূত বগি উদ্ধার কাজ শেষে রাতে ময়মনসিংহে লোকোসেডে ফেরার পথে উদ্ধারকারী ট্রেনটিও দুর্ঘটনা কবলিত হয়।
রেলওয়ে সূত্র জানায়, শুক্রবার ময়মনসিংহের গৌরীপুরে মোহনগঞ্জ থেকে ময়মনসিংহগামী ২৬১ নং আপ ট্রেনের ইঞ্জিনসহ তিনটি বগি লাইনচ্যূত হলে ময়মনসিংহ থেকে উদ্ধারকারী ট্রেন ঘটনাস্থলে যায়। উদ্ধার কাজ শেষে ফেরার সময় রাত পৌনে তিনটায় ময়মনসিংহ জংশন রেলস্টেশনের অদূরে কৃষ্টপুরে তিনটিবগি লাইনচ্যূত হয়। দুর্ঘটনার পর ময়মনসিংহ-ভৈরব, ময়মনসিংহ-মোহনগঞ্জ ও ময়মনসিংহ-ঝাড়িয়া রেলপথে ট্রেন চলাচল বন্ধ ছিল। শনিবার দুপুর দুইটায় উদ্ধার কাজ শেষে ট্রেন চলাচল শুরু হয়। দুর্ঘটনার কারণে আন্তঃনগর ট্রেনসহ চারটি ট্রেন বাতিল করা হয়। আজ সকাল থেকে কয়েকটি ট্রেন বিভিন্ন রেলস্টেশনে আটকা পড়ে।
ঢাকা বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক আরিফুুজ্জামান জানান, দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার জন্য ঢাকা বিভাগীয় পরিবহন কর্মকর্তা শফিকুল ইসলামের নেতৃত্বে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তিনদিনের মধ্যে কমিটিকে রিপোর্ট দিতে বলা হয়েছে।
আতাউল করিম খোকন/এমএএস/আরআইপি