যুবকদের আধ্যাত্মিক দিকনির্দেশনা প্রয়োজন


প্রকাশিত: ০৩:৫৯ পিএম, ২৭ ফেব্রুয়ারি ২০১৬

মাইজভান্ডার দরবার শরীফের গদিনিশীন পীর সৈয়দ সাইফুদ্দিন আহমেদ বলেছেন, ব্যক্তি এবং সামাজিক সমৃদ্ধি অর্জনের জন্য আত্মানুসন্ধানে দেশের যুবকদের আধ্যাত্মিক দিকনির্দেশনা খুবই প্রয়োজন।

শনিবার এক যুব সমাবেশে এই ধর্মীয় নেতা বলেন, ‘বিপুলসংখ্যক যুবক শালীনতা ও মূল্যবোধ ছাড়াই বেড়ে উঠছে। জীবনের অর্থ খুঁজে পেতে নির্দেশনার খুবই দরকার।

মহান সুফি সাধক মঈন উদ্দিন আহমেদ মাইজভান্ডারীর নামে গড়ে তোলা যুব সংগঠন ‘মইনিয়া যুব ফোরাম আয়োজিত যুব সমাবেশে সাইফুদ্দিন আহমেদ বলেন, মাইজভান্ডার সুফির নির্দেশনা যুবকদের জন্য বাতিঘর হিসেবে কাজ করতে পারে।

তিনি বলেন, ‘মাইজভান্ডার দরবার একটি দেশের লাখ লাখ লোককে আত্মানুসন্ধানের মাধ্যমে জীবনের সঠিক মানে খুঁজে পেতে সহায়তা করতে পারে। একটি সুস্থ যুবসমাজ গড়ে তোলাও সামাজিক সমৃদ্ধি অর্জনের জন্য আজ আধ্যাত্মিক দিকনির্দেশনা আরো জরুরি হয়ে পড়েছে।

একে/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।