পোস্টার-ব্যানারে ছেঁয়ে গেছে রাজশাহী
দীর্ঘ ১২ বছর পর আগামী ৫ মার্চ রাজশাহীতে অনুষ্ঠিত হতে যাচ্ছে মহানগর যুবলীগের সম্মেলন। আর এই সম্মেলনকে ঘিরে দলীয় নেতাকর্মীদের মাঝে বিরাজ করছে উৎসবের আমেজ। সেই সঙ্গে বেড়েছে যুবলীগের সাংগঠনিক কার্যক্রম। আর নিজেদের অবস্থান জানান দিতে পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেঁয়ে গেছে শহরের বিভিন্ন এলাকা।
এদিকে, সংগঠনটির শীর্ষ পদ পেতে তরুণ প্রার্থীরা দিনরাত্রী প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। সংগঠনটির সভাপতি ও সাধারণ সম্পাদক পদে জয় লাভের আশায় ও মহানগর আওয়ামী লীগের নেতাদের সমর্থন পেতে নিত্য নতুন কৌশল অবলম্বন করছেন প্রার্থীরা। দলীয় নেতা কর্মীদের সমর্থন ও দোয়া কামনা করে প্রার্থীদের পোস্টার, ব্যানার ও ফেস্টুনে ছেঁয়ে গেছে শহরের বিভিন্ন এলাকা, রাস্তা ও মোড়সমূহ। 
এবার সভাপতি পদে রমজান আলী ছাড়াও প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে মাঠে কাজ করছেন বর্তমান কমিটির সহ-সভাপতি সিরাজুল ইসলাম খোকন, সাংগঠনিক সম্পাদক অলক কুমার দাস।
এদিকে, সাধারণ সম্পাদক পদে মোশারফ হোসেন বাচ্চু ছাড়াও লড়তে চান বর্তমান কমিটির সাংগঠনিক সম্পাদক নাহিদ আক্তার নাহান ও নগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক।
অপরদিকে সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে মাঠে কাজ করছেন প্রচার সম্পাদক মকুল শেখসহ কয়েকজন। আসন্ন সম্মেলনে প্রায় ৭’শ জন কাউন্সিলর গণতান্ত্রিক উপায়ে ভোটের মাধ্যমে নতুন নেতৃত্ব নির্বাচন করবেন।
এ বিষয়ে রাজশাহী মহানগর যুবলীগের বর্তমান সভাপতি রমজান আলী জানান, এবার মহানগর যুবলীগে ৬৩২ জন কাউন্সিলর রয়েছে। প্রতিটি ওয়ার্ড থেকে বিশেষ কাউন্সিলর করার জন্য আরও ৬৮ জনের নামের তালিকা কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হয়েছে। কমিটির নেতৃবৃন্দ তালিকাটি অনুমোদন দিলেই এবার ৬৩২ জনের জায়গায় ৭’শ কাউন্সিলর ভোট দিতে পারবেন।
সম্মেলনের ব্যাপারে মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকার জানান, আগামী ৫ই মার্চ নগরীর আলুপট্টিতে যুবলীগের সম্মেলন অনুষ্ঠিত হবে। আর সুষ্ঠু ও সুন্দর পরিবেশ বজায় রেখে প্রার্থীদের মাঠে প্রচার-প্রচারণা চালানো জন্য নির্দেশ দেয়া হয়েছে। সম্মেলনকে ঘিরে মহানগরীতে আইন-শৃঙ্খলা জোরদার করতে পুলিশ কমিশনার বরাবর চিঠি পাঠানো হয়েছে।
এর আগে, ২০০৪ সালের ১৮ এপ্রিল মহানগর যুবলীগের সর্বশেষ সম্মেলন হয়। ওই সম্মেলনে রমজান আলী সভাপতি ও মোশারফ হোসেন বাচ্চু সাধারণ সম্পাদক নির্বাচিত হন।
শাহরিয়ার অনতু/এসএস/এমএস