গণতন্ত্র সম্পর্কে যুবসমাজকে জানাতে সিপিএর রোড শো
দেশের যুবসমাজকে সংসদ ও গণতন্ত্র সম্পর্কে জানাতে রোড শো কার্যক্রম শুরু করেছে কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন (সিপিএ)। বুধবার জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় স্পিকার ড. শিরীন শারমিন এই কার্যক্রমের উদ্বোধন করেন।
দুপুরে জাতীয় সংসদের মিডিয়া সেন্টারে সিপিএ আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই রোড শো সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন সংস্থাটির চেয়ারম্যান ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন।
তিনি বলেন, সিপিএভুক্ত ৯টি আঞ্চলিক পর্যায়ের দেশসমূহের স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের এই কার্যক্রমে সম্পৃক্ত করা হবে। তবে বাংলাদেশ থেকেই এর শুরু। পর্যায়ক্রমে কমনওয়েলথ ভুক্ত দেশগুলোতে এই রোড শো হবে।
স্পিকার বলেন, কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে বুধবার সিপিএ রোড শো উদ্বোধন করতে পেরে আমি আনন্দিত। দেশের যুব সমাজ হলো কমনওয়েলথ এর ভবিষ্যৎ। সিপিএ দেশের যুব সমাজকে একই মঞ্চে একীভূত করে তাদের সামনে বেশ কিছু গুরুত্বপূর্ণ ইস্যু তুলে ধরতে চায়, যা তাদেরকে সুনাগরিক হিসেবে গড়ে উঠতে সহায়তা করবে ।
তিনি আরো বলেন, সিপিএ হলো বিশ্বের ১৮০টি পার্লামেন্টের একটি অনন্য নেটওর্য়াক এবং সিপিএ রোড-শো যুবসমাজকে গণতন্ত্র চর্চায় উদ্বুদ্ধ করবে।সংসদ কীভাবে চলে, আইন প্রণয়নের নিয়ম, নির্বাহী আদেশ এসব বিষয়ে আগ্রহী করে তুলতে এই ইয়ুথ রোড শো।
উল্লেখ্য,সিপিএ এর কর্মকাণ্ডের মাধ্যমে কমনওয়েলথভুক্ত দেশসমূহের সংসদ-সদস্য ও তাদের সঙ্গে ব্যক্তিবর্গ সুশাসন প্রতিষ্ঠা ও কমনওয়েলথের বিকশিত মূল্যবোধ এগিয়ে নেয়ার মানদণ্ড নির্ধারণে সহায়ক ভূমিকা পালন করে যাচ্ছে। জাতীয় ও প্রাদেশিক প্রায় ১৮০টি পার্লামেন্ট ও ১৭ হাজার আইন প্রনেতার আন্তর্জাতিক এ সংগঠনটি কমনওয়েলথ এর প্রতিশ্রুতি ও গণতান্ত্রিক সরকার ব্যবস্থার সর্বোচ্চ মানদণ্ড প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করে যাচ্ছে।
এইচএস/এসকেডি/আরআইপি