টিভির বাজারে বিশ্বকাপের হাওয়া


প্রকাশিত: ১২:০০ পিএম, ১৪ মার্চ ২০১৬

সম্প্রতি শেষ হওয়া এশিয়া কাপে টাইগারদের অসাধারণ পারফরমেন্সের পর ক্রিকেটপ্রেমীদের এখন অপেক্ষা টি-টুয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত পর্বে বিশ্বের সেরা দলগুলোর সঙ্গে রোমাঞ্চকর ক্রিকেট উপভোগের। আর সে অভিজ্ঞতাকে আরো স্মরণীয় করে তুলতে তারা ঝুঁকেছেন এখন নতুন টিভি কেনার দিকে।

এরআগে রোববার টি-টুয়েন্টি বিশ্বকাপের প্রথম পর্বে দাপটের সঙ্গে ওমানকে হারিয়ে মূল পর্বে ওঠে বাংলাদেশ। প্রতিবেশি দেশ ভারতের মাটিতে এখন অস্ট্রেলিয়া, ভারত, পাকিস্তানসহ সেরা দলগুলোর বিপক্ষে লড়বে বাংলাদেশ। আর তাই দলবেঁধে কিংবা ঘরে ঘরে ক্রিকেটের মহোৎসবে সবাই শামিল হচ্ছেন পর্দার সামনে। এই ক্রিকেট উৎসবে যোগ দিতে ক্রেতারা ব্যাপকহারে কিনছেন টেলিভিশন সেট। বিশেষ করে প্রায় সব শ্রেণির ক্রেতারাই এখন ঝুঁকছেন এলইডি টিভি কেনার দিকে।

বিক্রেতারা জানান, ওয়ালটন ব্র্যান্ডের এলইডি টিভির চাহিদা ও বিক্রি বেড়েছে অনেক। বাজারে সবচেয়ে বেশি বিক্রি হচ্ছে ওয়ালটন টিভি। এর কারণ হিসেবে বলছেন, আমদানিকৃত টেলিভিশনের তুলনায় উচ্চমান এবং দামে সাশ্রয়ী হওয়ায় ওয়ালটন এলইডি টিভি ক্রেতাদের পছন্দের শীর্ষে ।

গত বছরের শেষ দুই মাসের (নভেম্বর ও ডিসেম্বর) তুলনায় চলতি বছরের প্রথম দুই মাসে (জানুয়ারি ও ফেব্রুয়ারি) ওয়ালটনের এলইডি টিভি বিক্রি বেড়েছে প্রায় ৬২ শতাংশ।

রাজধানীর ইলেকট্রনিক্স পণ্যের সবচেয়ে বড় বাজার স্টেডিয়াম মার্কেট ঘুরে দেখা গেছে, স্বল্প থেকে উচ্চ আয়ের ক্রেতারা সবাই কিনছেন এলইডি টিভি। ক্রেতারা ভিড় করছেন ওয়ালটন, মাইওয়ান, সনি, র্যাংগস, প্যানাসনিকসহ বিভিন্ন ব্র্যান্ডের টেলিভিশন শোরুমগুলোতে।

মাত্র ১১ হাজার ৯০০ টাকায় পাওয়া যাচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের উচ্চপ্রযুক্তি সম্পন্ন ১৯ ইঞ্চি এলইডি টিভি। ২৪ ইঞ্চি এলইডি টিভি পাওয়া যাচ্ছে ১৪ হাজার ৯০০ টাকায়। ২৮ ও ৩২ ইঞ্চির এলইডি টিভি কিনতে খরচ হবে যথাক্রমে ১৯ হাজার ৯০০ ও ২২হাজার ৯০০ টাকা।

তরুণদের আগ্রহ মূলত ওয়ালটনের অ্যান্ড্রয়েড স্মার্ট প্রযুক্তির ৪৩, ৪৯ ও ৫৫ ইঞ্চির তিনটি নতুন এলইডি টিভির দিকে। নতুন ও আধুনিক প্রযুক্তিতে তৈরি এই টিভিতে রয়েছে ইউএসবি পোর্ট, ভিজিএ পোর্ট, এইচডিএমআই, ওয়াইপিবিআর, এভি, ইন্টারনেট ব্রাউজিং ও ডাউনলোড, ওয়াইফাই, ব্রডব্যান্ড কানেকশন, ইন্টারনেটে গেমস, ভিডিও এবং ছবি দেখাসহ আরো অনেক সুবিধা। পাওয়া যাচ্ছে ওয়ালটনের ৩২ ইঞ্চির ইন্টারনেট/স্মার্ট টিভি; এই টিভিগুলো আন্তর্জাতিক মানের, মূল্যও সাশ্রয়ী।

স্টেডিয়াম মার্কেটের জেনারেল ইলেকট্রনিক্সের স্বত্বাধিকারী মো. আবুল হোসেন বলেন, বর্তমানে বাংলাদেশসহ এ অঞ্চলের মানুষের সবচেয়ে জনপ্রিয় খেলায় পরিণত হয়েছে ক্রিকেট। তাই, স্বাভাবিক কারণেই ক্রিকেটের বড় কোনো আসরকে সামনে রেখে টেলিভিশন সেটের চাহিদা অনেক বেড়ে যায়। এবারও টি-টুয়েন্টি ক্রিকেট বিশ্বকাপ ও সদ্য সমাপ্ত এশিয়া কাপ উপলক্ষে টেলিভিশন বিক্রি বেড়েছে ব্যাপকহারে।

তিনি জানান, বিদেশি ব্র্যান্ডের তুলনায় দেশীয় ব্র্যান্ড ওয়ালটনের এলইডি টেলিভিশনের বিক্রিই বেশি হচ্ছে। ওয়ালটনের কারখানায় এখন যেসব এলইডি টিভি তৈরি হচ্ছে এগুলোর মান অত্যন্ত উন্নত। আবার দামেও সাশ্রয়ী। ফলে অন্য ব্র্যান্ডগুলো খুব একটা সুবিধা করতে পারছে না।

আবাবিল ইলেকট্রনিক্সের বিক্রয় ব্যবস্থাপক মো. রাজু আহমেদ জানান, এ বছর ব্যাপকহারে বিক্রি হচ্ছে এলইডি টিভি। আগে সাধারণত উচ্চ আয়ের লোকেরা এলইডি কিনতেন। কিন্তু, বর্তমানে সকল শ্রেণির ক্রেতারাই কিনছেন।

ওয়ালটনের বিক্রির শীর্ষে থাকার কারণ জানতে চাইলে বিক্রেতারা জানান, ইলেকট্রনিক্স পণ্যে বিক্রয়োত্তর সেবা একটি বড় বিষয়। আর সেখানেই অন্য ব্র্যান্ডগুলো পিছিয়ে। বিদেশি ব্র্যান্ডগুলো এক্ষেত্রে ক্রেতাদের আস্থার জায়গা হারাচ্ছে। কারণ তারা শুধু পণ্য বিক্রি নিয়ে ভাবে। পরবর্তী সেবার ক্ষেত্রে উদাসীন।

এসএ/এসকেডি/এনএফ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।