যুব বিশ্বনেতা পলককে সংবর্ধনা শুক্রবার
ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম (ডব্লিউইএফ) তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলককে যুব বিশ্বনেতা-২০১৬ হিসেবে মনোনীত করায় তাকে দেশের প্রযুক্তিখাতের ৭টি সংগঠন মিলে যৌথভাবে সংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। কারওয়ান বাজারস্থ বেসিস অডিটোরিয়ামে শুক্রবার সকাল ১০টায় এ সংবর্ধনার আয়োজন করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র নিশ্চিত করেছে।
জানা গেছে, এ সংবর্ধনায় যৌথভাবে অংশ নিচ্ছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস), বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কলসেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্য), ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব), সিটিও ফোরাম, অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) এবং বাংলাদেশ ওমেন ইন টেকনোলজি।
তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, পলককে যুব বিশ্বনেতা-২০১৬ মনোনয়নের ক্ষেত্রে ফোরাম উল্লেখ করে যে, তার নেতৃত্বগুণে পেশাদারী কর্মসম্পাদন, সমাজের প্রতি অঙ্গীকার এবং আগামীর পৃথিবী রূপায়নে সম্ভাব্য অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননায় ভূষিত করা হলো। সুইজারল্যান্ড ভিত্তিক এই থিংক ট্যাংক প্রতিষ্ঠানটি প্রতি বছরই সারা পৃথিবী থেকে নিজ নিজ কর্মক্ষেত্রে ঔজ্জ্বল্য ছড়ানো ৪০ বছরের কম বয়সী বিশিষ্ঠ ব্যক্তিবর্গকে এই সম্মাননা প্রদান করে থাকে। এই মনোনয়নের ফলে জুনাইদ আহমেদ পলক আগামী পাঁচ বছর ফোরামের সকল কনফারেন্স ও কর্মশালায় অংশগ্রহণের সুযোগ পাবে এবং উক্ত ফোরাম মনোনীত ব্যক্তির অনন্য উদ্যোগে সহযোগিতা করবে বলে উল্লেখ করে।
জার্মানীর হ্যানোভারে অনুষ্ঠিত সিবিটে অংশগ্রহণরত মন্ত্রিসভার এই কনিষ্টতম সদস্য, মনোনয়ন প্রাপ্তিতে মোবাইল ফোনে এক প্রতিক্রিয়ায় বলেন, ‘ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম কর্তৃক প্রদত্ত এই স্বীকৃতিতে আমি সম্মানিত। এর মাধ্যমে বৈচিত্রপূর্ণ বৈশ্বিক সম্প্রদায়ের সঙ্গে আরো বিস্তৃতভাবে কাজ করার সুযোগ তৈরি হলো। আমাদের প্রযুক্তি সেবী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত এবং বিশিষ্ট প্রযুক্তি-ব্যক্তিত্ব সজীব ওয়াজেদ জয়ের নির্দেশনায় পরিচালিত রূপকল্প-২০২১ বাস্তবায়নে গ্লোবাল ইয়ং লিডারশিপ প্লাটফর্ম তা আরো বৃহৎ পরিসরে নিয়ে যেতে সহযোগিতা করবে।
উল্লেখ্য, এর আগে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় ২০০৭ সালে মর্যাদাপূর্ণ এই মনোনয়ন পান। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ, গুগলের সহ-প্রতিষ্ঠাতা ল্যারি পেজ, ই-কমার্স সাইট আলীবাবার প্রতিষ্ঠাতা জ্যাক মা এবং খ্যাতিমান অভিনেতা লিউনার্দো ডি ক্যাপ্রিউ’র মতো প্রখ্যাত ব্যক্তিবর্গও বিভিন্ন সময় ‘যুব বিশ্বনেতা’ মনোনয়ন পেয়েছিলেন।
আরএম/একে/পিআর