সোনারগাঁওয়ে দিতির স্মরণে নাগরিক শোকসভা


প্রকাশিত: ১০:৩৯ পিএম, ২৪ মার্চ ২০১৬
প্রয়াত চলচ্চিত্র অভিনেত্রী পারভিন সুলতানা দিতি

নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে বাংলা চলচ্চিত্র জগতের অন্যতম অভিনেত্রী ও জাতীয় পুরস্কার প্রাপ্ত কিংবদন্তি চিত্রনায়িকা পারভিন সুলতানা দিতির স্মরণে এক নাগরিক শোকসভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকেলে সোনারগাঁও উপজেলা পরিষদ কেন্দ্রীয় শহীদ মিনারে এ শোকসভা অনুষ্ঠিত হয়।

সোনারগাঁও নাগরিক কমিটির উদ্যোগে এ নাগরিক শোকসভায় কমিটির সভাপতি এটিএম কামালের সভাপতিত্বে বক্তব্য রাখেন লেখক শামসুদ্দৌহা চৌধুরী, সাংবাদিক আল আমিন তুষার, দিতির মামাতো ভাই সফিকুল ইসলাম নয়ন, দিতির শিক্ষা প্রতিষ্ঠান সোনারগাঁও জিআর ইনস্টিটিউশন স্কুল অ্যান্ড কলেজের সহকারী অধ্যাপক একেএম জানে আলম দিপু, সাংবাদিক ফজলে রাব্বী সোহেল, ইউপি সদস্য নূর মোহাম্মদ প্রমুখ।

শোকসভায় বক্তারা প্রয়াত পারভিন সুলতানা দিতির জীবন ও কর্মের উপর স্মৃতিচারণ করেন। এসময় বক্তারা তার রুহের মাগফেরাত কামনাসহ তার পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। এছাড়াও বক্তারা দিতির স্মরণে সোনারগাঁওয়ে একটি স্থাপনা ও রাস্তার নামকরণ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।

সভায় সোনারগাঁও নাগরিক কমিটির সভাপতি এটিএম কামাল বলেন, প্রয়াত নায়িকা পাভিন সুলতানা দিতির স্মৃতি রক্ষার্থে সোনারগাঁওয়ের কোনো একটি স্থাপনা ও রাস্তার নামকরণ করতে হবে। এব্যাপারে সরকারের ঊধ্বর্তন মহলকে এগিয়ে আসতে হবে। দিতি শুধু সোনারগাঁওয়ের গর্ব নয়, বাংলাদেশের গর্ব।

শোকসভায় সোনারগাঁও প্রেস ক্লাব, সোনারগাঁও উম্মেষ নাট্যগোষ্ঠী, সোনারগাঁও শতদল নাট্য সংঘ, উদিচী শিল্পগোষ্ঠী, সোনারগাঁও শাখাসহ বিভিন্ন সামজিক সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

মো. শাহাদাত হোসেন/বিএ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।