বৈষম্যবিরোধী আন্দোলনে সহিংসতা

তথ্য চেয়ে জগন্নাথের তৃতীয় বিজ্ঞপ্তি, হবে গণশুনানি

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক জবি
প্রকাশিত: ০৫:৪১ পিএম, ২৯ মে ২০২৫
জগন্নাথ বিশ্ববিদ্যালয় এর ফাইল ছবি

বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালে গত ১৫ জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ক্যাম্পাস ও এর বাইরে সংঘটিত বেআইনি ও সহিংস ঘটনায় জড়িত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার উদ্যোগ নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে আগামী ১৭ থেকে ২৯ জুন বিভিন্ন পক্ষের সঙ্গে গণশুনানি অনুষ্ঠিত হবে।

এ লক্ষ্যে সহিংস ঘটনায় জড়িত শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের তথ্য চেয়ে তৃতীয় গণবিজ্ঞপ্তি প্রকাশ করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রশাসন। বৃহস্পতিবার (২৯ মে) বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির আহ্বায়ক ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মদ মঞ্জুর মুর্শেদ ভূঁইয়ার সই করা এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

এর আগে সহিংসতায় জড়িতদের তথ্য চেয়ে আরও দুটি গণবিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এবার (তৃতীয় গণবিজ্ঞপ্তি) সহিংসতায় জড়িতদের তথ্য চাওয়ার পাশাপাশি গণশুনানির তারিখও নির্ধারণ করা হলো। সংবাদকর্মী, ক্রিয়াশীল ছাত্র সংগঠন, শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে শিক্ষক লাউঞ্জে এই গণশুনানি অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে, আগামী ৩০ জুনের মধ্যে প্রমাণসহ অভিযোগ ও অভিযুক্তদের বিবরণ সিলগালা খামে তদন্ত কমিটির আহ্বায়ক বরাবর জমা দিতে বলা হয়েছে। এতে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন অভিযোগকারীর পরিচয় কঠোর গোপনীয়তায় রক্ষা করবে।

গণশুনানির অংশ হিসেবে তদন্ত কমিটি আগামী ১৭ জুন দুপুর ২টায় সাংবাদিক নেতাদের সঙ্গে মতবিনিময় করবে। এর দুদিন পর ১৯ জুন দুপুর ২টায় ক্রিয়াশীল ছাত্র সংগঠনের নেতাদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠিত হবে।

এছাড়া কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের সঙ্গে আগামী ২২ জুন, বিজ্ঞান ও লাইফ অ্যান্ড আর্থ সায়েন্সেস অনুষদের শিক্ষার্থীদের সঙ্গে ২৪ জুন, বিজনেস স্টাডিজ, চারুকলা ও আইন অনুষদের শিক্ষার্থীদের সঙ্গে ২৬ জুন দুপুর ২টায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে। আর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং কর্মকর্তা ও কর্মচারীদের সঙ্গে ২৯ জুন দুপুর ২টায় গণশুনানি অনুষ্ঠিত হবে। সব মতবিনিময় ও গণশুনানি শিক্ষক লাউঞ্জে অনুষ্ঠিত হবে।

এমএইচআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।