জাগো নিউজে সংবাদ প্রকাশ

সমাবর্তনের প্রধান অতিথির পরিবর্তন আনলো বেরোবি প্রশাসন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বেরোবি
প্রকাশিত: ০৮:৩০ এএম, ২২ অক্টোবর ২০২৫

নানা আলোচনা-সমালোচনার পর অবশেষে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রথম সমাবর্তনের তারিখ ও প্রধান অতিথির ক্ষেত্রে পরিবর্তন এনেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। মঙ্গলবার (২১ অক্টোবর) রাতে বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সমাবর্তনটি পূর্ব ঘোষিত ২০ ডিসেম্বর অনুষ্ঠিত না হয়ে আগামী বছরের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হবে। একই সঙ্গে, সমাবর্তনের প্রধান অতিথি হিসেবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের পরিবর্তে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরার থাকবেন।

এর আগে গত ৮ অক্টোবর, ‘প্রধান অতিথি পররাষ্ট্র উপদেষ্টা, শিক্ষার্থীদের মিশ্র প্রতিক্রিয়া’ এই শিরোনামে সংবাদ প্রকাশ করে জাগো নিউজ ২৪.কম। সেই নিউজে শিক্ষার্থীদের একটি বড়ো অংশ বেরোবির প্রথম সমাবর্তনে প্রধান উপদেষ্টা ড .মুহাম্মদ ইউনূস অথবা শিক্ষা উপদেষ্টা অধ্যাপক সি আর আবরারকে চেয়েছেন। শিক্ষার্থীদের এ দাবির পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে সমাবর্তনের তারিখ নিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নতুন সিদ্ধান্তের কথা জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, কয়েকটি দৈনিক পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর এর প্রথম সমাবর্তন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার তারিখ একই দিনে নির্ধারিত মর্মে যে সংবাদ প্রকাশিত হয়েছে, তা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এসেছে।

সমাবর্তনের প্রধান অতিথির পরিবর্তন আনলো বেরোবি প্রশাসন

এ বিষয়ে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে জানানো যাচ্ছে যে, বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন আগামী ২০২৬ সালের জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। ২০২৫ সালের ২০ ডিসেম্বর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তন ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা একই দিনে নির্ধারিত হওয়ায় সমাবর্তন অনুষ্ঠানের তারিখ পরিবর্তন করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয় প্রশাসন পক্ষ আরও জানাচ্ছে যে, প্রথম সমাবর্তনের তারিখ ও সময়সূচি আনুষ্ঠানিকভাবে নির্ধারিত হলে তা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ও গণমাধ্যমের মাধ্যমে যথাসময়ে জানিয়ে দেওয়া হবে।

এ বিষয়ে বেরোবি উপাচার্য অধ্যাপক ড. মো. শওকাত আলী বলেন, তারিখ পরিবর্তনের দুটি কারণ রয়েছে। শিক্ষার্থীরা সমাবর্তন অনুষ্ঠানে অতিথি হিসেবে পররাষ্ট্র উপদেষ্টাকে চান না। সেই খবরটি তাদের কাছে চলে গেছে, তাই তিনি (পররাষ্ট্র উপদেষ্টা) নিজেই অপারগতা প্রকাশ করেছেন এবং চিঠি দিয়ে আমাদের জানিয়েছেন। আমরা শিক্ষা উপদেষ্টাকে রাজি করিয়েছি, তিনি জানুয়ারির দ্বিতীয় সপ্তাহের মধ্যে সময় দিতে চেয়েছেন।

ফারহান সাদিক সাজু/কেএইচকে/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।