তারেক রহমানের অপেক্ষায় ঢাবি ছাত্রদল, নিরাপত্তা জোরদার

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
প্রকাশিত: ১১:০২ এএম, ২৭ ডিসেম্বর ২০২৫
টিএসসিতে অবস্থান নিয়েছেন ছাত্রদল ঢাবি শাখার নেতাকর্মীরা

শহীদ ওসমান হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার এ আগমন উপলক্ষে টিএসসিতে অবস্থান নিয়েছেন ছাত্রদল ঢাবি শাখার নেতাকর্মীরা।

পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী, তারেক রহমান শনিবার বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের পাশে ওসমান হাদির কবর জিয়ারত করবেন। এসময় তার সঙ্গে থাকবেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের জ্যেষ্ঠ নেতারা।

শনিবার (২৭ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সরেজমিনে দেখা যায়, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস ও সেক্রেটারি নাহিদুজ্জামান শিপনসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা টিএসসির রাজু ভাস্কর্যের পাদদেশে অবস্থান করছেন।

এসময় ছাত্রদল নেতাকর্মীরা ‘আমার ভাই কবরে, খুনি কেন বাহিরে’, ‘খুনিরা বাইরে ঘুরে, ইন্টেরিম কী করে’ ইত্যাদি স্লোগান দেন।

এদিকে, তারেক রহমানের আগমন ঘিরে শাহবাগ ও ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। টিএসসি থেকে হাদির কবর পর্যন্ত দুই স্তরের ব্যারিকেড ও পুলিশের উপস্থিতি লক্ষ্য করা গেছে। শাহবাগের দিক থেকেও রয়েছে এক স্তরের ব্যারিকেড।

ছাত্রদল নেতাকর্মীরা জানিয়েছেন, বাংলাদেশের আগামীর কর্ণধার তারেক রহমানের আগমন উপলক্ষে তাকে অভ্যর্থনা জানাতেই তারা উপস্থিত হয়েছেন।

এফএআর/এমকেআর/এএসএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।