ক্যাম্পাসের দাবিতে রাবিপ্রবিতে মানববন্ধন
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস দ্রুত নির্মাণের দাবিতে রোববার মানববন্ধন কর্মসূচি পালন করেছেন বিশ্বদ্যিালয়টির শিক্ষার্থীরা।
২০১৫ সালের জানুয়ারিতে শহরের তবলছড়ি মাঝের বস্তির শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ে এই বিশ্ববিদ্যালয়টির অস্থায়ী ক্যাম্পাসের কার্যক্রম চলছে। মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি পাঠানো হয়।
রোববার দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে পালিত মানববন্ধন চলাকালে শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন ইমরান আলী, মঞ্জুরুল কবির ইমন, সাইদুজ্জামান পাপ্পু, ইমান হোসেন ইমন, মো. কামরুল হাসান, সায়েদা জন্নাত, মো. মঈনুদ্দীন আহমেদ প্রমুখ।
বর্তমান অস্থায়ী ক্যাম্পাসে বিভিন্ন সঙ্কটের বিষয় তুলে ধরে শিক্ষার্থীরা বলেন, শ্রেণিকক্ষ, ল্যাব সঙ্কটসহ সর্বোপরি স্থায়ী ক্যাম্পাস না থাকায় আমরা সব সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত। পাশাপাশি ওই অস্থায়ী ক্যাম্পাস চত্বরে আরও দুটি প্রতিষ্ঠান থাকায় আমরা নিজেদের কার্যক্রমের উপযুক্ত কোনো পরিবেশ পাই না।
এ অবস্থায় দাবির কথা তুলে ধরে শিক্ষার্থীরা বলেন, আমাদের দাবি একটাই। আমরা ভাড়া বাড়িতে থাকতে চাই না। নিজেদের স্থায়ী ক্যাম্পাসে স্বাধীনভাবে উচ্চশিক্ষা নিয়ে দেশের কল্যাণে কাজ করতে চাই। এজন্য দ্রুত স্থায়ী ক্যাম্পাস নির্মাণ করতে হবে। আমরা এর আগে দাবিটি নিয়ে ভিসি (ভাইস চ্যান্সেলর) বরাবরেও একটি স্মারকলিপি দিয়েছি।
সুশীল প্রসাদ চাকমা/এফএ/পিআর