সার্টিফিকেটমুখী শিক্ষা ব্যবস্থায় বেকারত্ব বাড়ছে


প্রকাশিত: ১১:২৬ এএম, ০৮ ফেব্রুয়ারি ২০১৭

সার্টিফিকেটমুখী এবং বিশ্ববিদ্যালয়মুখী শিক্ষা ব্যবস্থার কারণে বেকারত্ব বাড়ছে বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক আব্দুল মান্নান।

বুধবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।  

সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিশ্ববিদ্যালয়ের ৫টি অনুষদভুক্ত ২৫টি বিভাগের স্নাতক প্রথম বর্ষের শিক্ষার্থীরা এতে অংশ নেন।

ইউজিসি চেয়ারম্যান বলেন, বিশ্বে আমাদের দেশেই শিক্ষিত বেকারের সংখ্যা বেশি। এই ব্যবস্থা থেকে বের হয়ে আসতে না পারলে দেশের অর্থনৈতিক উন্নতি সম্ভব নয়।

তিনি বলেন, দেশের অর্থনৈতিক সমৃদ্ধির জন্য দরকার দক্ষ মানব সম্পদ। এজন্য তরুণ সমাজকে কমিউনিকেশন, আইটি এবং ইংরেজী ভাষায় দক্ষ হতে হবে।

ইউজিসি চেয়ারম্যান  শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, আমাদের প্রজন্ম দেশকে স্বাধীন করেছে। তোমাদের দায়িত্ব দেশকে উন্নয়নশীল দেশে পরিণত করা এবং মানবতার কল্যাণে কাজ করা। আমাদের সামনে রোল মডেল হলো আমাদের কৃষক-শ্রমিক। তাদের কোনো কর্মঘন্টা নির্দিষ্ট নেই। তোমাদেরও সেরকম কর্মঠ হয়ে দক্ষ হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে।

এসময় সাতজন মুক্তিযোদ্ধার গল্প বলে অধ্যাপক আব্দুল মান্নান তার বক্তব্য শেষ করেন।

ইবি উপাচার্য অধ্যাপক হারুন উর রশিদ আসকারীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপ-উপাচার্য অধ্যাপক শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ অধ্যাপক  সেলিম তোহা ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এস এম আব্দুল লতিফ উপস্থিত ছিলেন।

ফেরদাউসুর রহমান সোহাগ/আরএআর/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।