যথাযোগ্য মর্যাদায় ইবিতে স্বাধীনতা দিবস উদযাপিত


প্রকাশিত: ০৬:২৮ এএম, ২৬ মার্চ ২০১৭

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপিত হয়েছে। দিবসটি উপলক্ষে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ভবন চত্বরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করা হয়।

জাতীয় পতাকা উত্তোলন করেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী এবং বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান। একই সময়ে সকল আবাসিক হলের প্রভোস্টরা জাতীয় পতাকা ও হলের পতাকা উত্তোলন করেন।

পরে সকাল সোয়া ৯টায় প্রশাসন ভবন চত্বর থেকে এক বর্ণাঢ্য র্যা লি বের হয়। র্যা লিটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ স্মৃতিসৌধে গিয়ে মিলিত হয়। পরে শহীদ স্মৃতিসৌধে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন উপাচার্য অধ্যাপক ড. হারুন উর রশিদ আসকারী।

এ সময় উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. শাহিনুর রহমান, কোষাধ্যাক্ষ অধ্যাপক ড. সেলিম তোহা, রেজিস্ট্রার  (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ প্রমুখ।

পরে শ্রদ্ধাঞ্জলি বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি, বঙ্গবন্ধু পরিষদ, জিয়া পরিষদ, কর্মকর্তা-কর্মচারী সমিতি, বাংলা, ইংরেজী, অর্থণীতিসহ বিভিন্ন বিভাগ, আবাসিক হল, বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ, ছাত্র ইউনিয়ন, জাসদ ছাত্রলীগসহ রাজনৈতিক সংগঠন ও বিভিন্ন সামাজিক সংগঠন প্রেসক্লাব এবং সাংবাদিক সমিতি শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেছে।

ফেরদাউসুর রহমান সোহাগ/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।