দুর্ঘটনার কবলে ইবির বাস, আহত ২৫
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থী বহনকারী ভাড়ায় চালিত শানে খোদা নামে একটি বাসের সঙ্গে গড়াই পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ প্রায় ২৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানে গেছে। আহতদের কুষ্টিয়া সদর হাসাপাতালে ভর্তি করা হয়েছে।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে কুষ্টিয়া-খুলনা মহাসড়কের ভাদালিয়া বাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও কুষ্টিয়া সদর থানা পুলিশ জানায়, রোববার সকাল ৮টার ট্রিপের ক্যাম্পাসের একটি বাস (শানে খোদা, ঢাকা মেট্রো-বঃ ০২-০৩৪২) কুষ্টিয়া যাচ্ছিল। বিশ্ববিদ্যালয়ের ভাড়া করা ওই গাড়িতে ক্যাম্পাসের কয়েকজন শিক্ষার্থী, স্থানীয় শিক্ষার্থী ও সাধারণ যাত্রী ছিলেন। বিত্তিপাড়া বাজার পার হওয়ার পর গাড়িটি নিয়ন্ত্রণ হারায়।
এসময় ড্রাইভার গাড়ি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করলে বিপরীত দিক থেকে আসা কুষ্টিয়া-খুলনা রুটে চলাচলকারী গড়াই পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীসহ গাড়ির ড্রাইভার গুরুতর আহত হন। এছাড়াও গড়াই পরিবহনের ২২ জন যাত্রী আহত হন। দুর্ঘটনার কারণে রাস্তার দু`পাশেই সৃষ্টি হয়েছে।
কুষ্টিয়া শহরে অবস্থানকারী কয়েকজন শিক্ষার্থী জাগো নিউজকে বলেন, বিশ্ববিদ্যালয়ের ভাড়া গাড়িগুলো প্রায়ই দুর্ঘটনার শিকার হয়। ওইসব গাড়ি ড্রাইভারের বদলে প্রায়ই হেল্পার চালায়। তাই গাড়ির গতিও থাকে বেপরোয়া।
কুষ্টিয়া সদর থানা পুলি ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাব উদ্দিন জাগো নিউজকে বলেন, ঘটনা শোনার পরপরই ঘটনাস্থলে ছুটে যাই। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। একইসঙ্গে দুর্ঘনার কারণে সৃষ্ট জানজট নিরসনের জন্য সর্বাত্মক চেষ্টা করে যাচ্ছি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, আহতদের উদ্ধার করে কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে কয়েকজনের অবস্থা গুরুতর।
ফেরদাউসুর রহমান সোহাগ/এফএ/এমএস