বাউবির বিভিন্ন পরীক্ষার তারিখ পরিবর্তন


প্রকাশিত: ১১:২৪ এএম, ০৯ মে ২০১৭

উম্মুক্ত বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রোগ্রামের ১৬১ টার্ম এর ১ম, ৩য়, ৫ম, ৭ম লেভেলের ও কমনওয়েলথ এক্সিকিউটিভ এমবিএ/এমপিএ (সিম্বা/সিম্পা) ১৫২ টার্ম এর ১ম, ৩য় লেভেলের ১২ মে ২০১৭ তারিখের পরীক্ষা তারিখ পরিবর্তন করা হয়েছে।

এ পরীক্ষা আগামী ২৬ মে একই সময়ে একইস্থানে অনুষ্ঠিত হবে। এছাড়াও সিএলপি প্রোগ্রামের ১৭১ টার্মের ১২ মে তারিখের পরীক্ষাটি ২১ জুলাই শুক্রবার অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য এ পরীক্ষা পবিত্র শব-ই-বরাতের ছুটি থাকায় পরিবর্তন করা হয়েছে। সোমবার বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের তথ্য ও গণসংযোগ বিভাগ এ তথ্য জানিয়েছে।

আমিনুল ইসলাম/এমএএস/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।