মাস্টার্স শেষ পর্বের রেজিস্ট্রেশন কার্ড অনলাইনে
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২০১৪-১৫ শিক্ষাবর্ষে মাস্টার্স শেষ পর্ব (নিয়মিত ও প্রাইভেট) প্রোগ্রামে ভর্তিকৃত শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন কার্ড অনলাইনে প্রদান শুরু হয়েছে।
মঙ্গলবার থেকে শুরু করে আগামী ১০ আগস্ট পর্যন্ত নির্দিষ্ট ওয়েবসাইট (www.nu.edu.bd/admissions/regicard) লিংকে গিয়ে college login G click করে college profile এর Notification Link হতে প্রাপ্ত User name ও password ব্যবহার করে Download করে প্রিন্ট করা যাবে। মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও পরামর্শ দফতর এ তথ্য জানিয়েছে।
মো. আমিনুল ইসলাম/এএম/এমএস