ঢাবি সিনেটে গ্র্যাজুয়েট প্রতিনিধি নির্বাচন শুরু ৬ জানুয়ারি
ঢাকা বিশ্ববিদ্যালয় সিনেটে রেজিস্টার্ড গ্র্যাজুয়েটদের ২৫জন প্রতিনিধি নির্বাচন ঢাকার বাইরের ২৮টি কেন্দ্রে ভোটগ্রহণের মাধ্যমে ৬ জানুয়ারি (শনিবার) শুরু হচ্ছে। পরবর্তীতে ১৩ ও ১৬ জানুয়ারি ঢাকার বাইরে এবং ২০ জানুয়ারি ঢাকায় ভোট অনুষ্ঠিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় আদেশ-১৯৭৩ এর ৪৬ (১৪) ধারা অনুযায়ী ভোটার আইডি কার্ড দেখিয়ে ভোটাররা ভোট প্রদান করতে পারবেন। ভোটদানপত্র গ্রহণ করার সময় ভোটার কার্ড পুলিং অফিসারের নিকট অর্পণ করতে হবে।
ঢাকার বাইরে বিভিন্ন কেন্দ্রে সকাল ১০টা থেকে ভোটগ্রহণ শুরু হবে এবং বেলা ১টা পর্যন্ত চলবে। ৬ জানুয়ারি যেসব কেন্দ্রে নির্বাচন অনুষ্ঠিত হবে তা হলো - (১) শেরপুর সরকারি কলেজ, শেরপুর (২) নেত্রকোনা সরকারি কলেজ, নেত্রকোনা (৩) শরীয়তপুর সরকারি কলেজ, শরীয়তপুর, (৪) সরকারি বঙ্গবন্ধু কলেজ, গোপালগঞ্জ (৫) শেরেবাংলা মেডিকেল কলেজ, বরিশাল (৬) আগৈলঝরা শহীদ আব্দুর রব সেরনিয়াবাত ডিগ্রি কলেজ, বরিশাল (৭) সরকারি সোহরাওয়ার্দী কলেজ, পিরোজপুর (৮) বরগুনা সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ, বরগুনা (৯) ঝালকাঠি সরকারি কলেজ, ঝালকাঠি (১০) পটুয়াখালী সরকারি কলেজ, পটুয়াখালী (১১) বাউফল সরকারি কলেজ, পটুয়াখালী (১২) ভোলা সরকারি কলেজ, ভোলা (১৩) লহ্মীপুর সরকারি মহিলা কলেজ, লহ্মীপুর (১৪) চট্টগ্রাম কলেজ, চট্টগ্রাম (১৫) ভিক্টোরিয়া সরকারি কলেজ, কুমিল্লা (১৬) চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর (১৭) চৌমুহনী সরকারি এস এ কলেজ, নোয়াখালী (১৮) এম সি কলেজ, সিলেট (১৯) আযম খান সরকারি কমার্স কলেজ, খুলনা (২০) সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ, সাতক্ষীরা (২১) সরকারি মাইকেল মধুসূধন কলেজ, যশোর (২২) সরকারি ভিক্টোরিয়া কলেজ, নড়াইল (২৩) সরকারি কে সি কলেজ, ঝিনাইদহ (২৪) কুষ্টিয়া সরকারি কলেজ, কুষ্টিয়া (২৫) রাজশাহী কলেজ, রাজশাহী (২৬) সরকারি আযিযুল হক কলেজ, বগুড়া (২৭) সরকারি কারমাইকেল কলেজ, রংপুর এবং (২৮) সরকারি এডওয়ার্ড কলেজ, পাবনা।
এছাড়া আগামী ১৩ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হবে যেসব কলেজে : (১) নরসিংদী সরকারি কলেজ, নরসিংদী (২) সরকারি তোলারাম কলেজ, নারায়ণগঞ্জ (৩) সরকারি দেবেন্দ্র কলেজ, মানিকগঞ্জ (৪) সরকারি হরগঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ (৫) আনন্দমোহন কলেজ, ময়মনসিংহ (৬) গৌরীপুর মহিলা ডিগ্রি কলেজ, ময়মনসিংহ (৭) কুমুদিনী সরকারি কলেজ, টাঙ্গাইল (৮) গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ (৯) সরকারি আশেক মাহমুদ কলেজ, জামালপুর (১০) সরকারি রাজেন্দ্র কলেজ, ফরিদপুর (১১) রাজবাড়ী সরকারি কলেজ, রাজবাড়ী (১২) সরকারি নাজিমউদ্দিন কলেজ, মাদারীপুর (১৩) ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ, ব্রাহ্মণবাড়িয়া কেন্দ্রে।
১৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ, চাঁন্দনা, গাজীপুর কেন্দ্রের ভোটগ্রহণ।
ঢাকায় ২০ জানুয়ারি সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে ঢাকা বিশ্ববিদ্যালয় নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন (১ থেকে ১৮০০০ পর্যন্ত আজীবন সদস্য), ছাত্র-শিক্ষক কেন্দ্র (১৮০০১ থেকে ৩৭২৩৩ পর্যন্ত আজীবন সদস্য) এবং শারীরিক শিক্ষাকেন্দ্র (৩৭২৩৪ থেকে ৪৩৯৯৭ পর্যন্ত এককসদস্য)। আগামী ২১ জানুয়ারি সবকেন্দ্রের ভোটগণনা শেষে ফলাফল ঘোষণা করা হবে।
এমএইচ/জেডএ/জেআইএম