পূর্ণাঙ্গ কমিটি পেল চুয়েট ছাত্রলীগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক চুয়েট
প্রকাশিত: ০৫:৫৭ পিএম, ০২ মার্চ ২০২০

অনুমোদন পেল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) ছাত্রলীগের পূর্ণাঙ্গ কমিটি। ১৬১ সদস্যের এ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দেন কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য।

এ কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন সৈয়দ ইমাম বাকের ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন শাখাওয়াত হোসাইন সম্রাট। নবঘোষিত কমিটিতে ২২ জন সহ-সভাপতি, নয়জন যুগ্ম সাধারণ সম্পাদক, নয়জন সাংগঠনিক সম্পাদক রয়েছেন।

এছাড়া বিভিন্ন সম্পাদক পদে ২৬ জন, উপ-সম্পাদক পদে ৩৫ জন, সহ-সম্পাদক পদে ১২ জন এবং সদস্য পদে ৪৬ জন রয়েছেন। নবঘোষিত পূর্ণাঙ্গ কমিটির দফতর সম্পাদক হয়েছেন চুয়েটের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র ইফফাত হক নিশান।

নবনির্বাচিত দফতর সম্পাদক ইফফাত হক নিশান বলেন, বঙ্গবন্ধুর সোনার বাংলা বিনির্মাণে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশ অনুযায়ী আমরা কাজ করে যাব। আমাকে মূল্যায়ন করায় আমি বাকের ভাইয়ের কাছে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।

২০১৮ সালে ৫ মে সভাপতি ও সাধারণ সম্পাদক বিশিষ্ট কমিটি অনুমোদনের প্রায় দীর্ঘ দুই বছর পর চুয়েটে ছাত্রলীগ পূর্ণাঙ্গ কমিটির অনুমোদন দিল।

এএ/এএম/এমকেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।