ছুটির মধ্যে অনলাইনে ক্লাস নেবে ড্যাফোডিল
করোনাভাইরাসের সংক্রমণ এড়াতে দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান ইতোমধ্যেই বন্ধ ঘোষণা করেছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। তবে হঠাৎ এ বন্ধে শিক্ষার্থীদের ক্ষতি পুষিয়ে নিতে অনলাইনে ক্লাস নেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগ। রোববার থেকে অনলাইনে ডেমো ক্লাস চালু করেছে ড্যাফোডিলের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ।
রোববার ধানমন্ডির সোবহান বাগের ক্যাম্পাসে অনলাইনে ডেমো ক্লাস নিয়েছেন বিভাগটির প্রধান সহযোগী অধ্যাপক ড. শেখ শফিউল ইসলাম।
শেখ শফিউল ইসলাম বলেন, করোনাভাইরাস মানুষের সংস্পর্শে আসলে সংক্রমিত হয়। সেজন্য অনেক শিক্ষার্থী ক্লাসে আসতে ভয় পান। শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে আমরা অনলাইন ক্লাসের কার্যক্রম শুরুর প্রস্তুতি আগে থেকেই নিয়ে রেখেছিলাম। যেহেতু শিক্ষা মন্ত্রণালয় থেকে ৩১ মার্চ পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে তাই আমরা এখন থেকে অনলাইনে ক্লাস নিব।
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের পড়ালেখায় যেন কোনো ক্ষতি না হয় সেজন্য আমাদের এই উদ্যোগ। বিশ্বের বিভিন্ন দেশ এভাবে ক্লাস নেয়। এতে আমাদের শিক্ষার্থীরা বাসায় থেকেও ক্লাস করতে পারবে। ফলে তাদের একাডেমিক কার্যক্রম সচল থাকবে। তারা পিছিয়ে পড়বে না।
করোনাভাইরাসে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা করেছে সরকার। সোমবার (১৬ মার্চ) দুপুরে শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সোমবার মন্ত্রিসভার বৈঠকে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে প্রধানমন্ত্রী কিছু নির্দেশনা দিয়েছেন। তার প্রেক্ষিতে শিক্ষার্থীদের নিরাপদে রাখতে আমরা আগামী ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি।
এমএফ/জেআইএম