আবু সাঈদ হত্যা

আসামিদের দ্রুত গ্রেফতার না করলে রংপুরে পুলিশকে অবাঞ্ছিত ঘোষণা

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক
বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বিশ্ববিদ্যালয় প্রতিবেদক বেরোবি
প্রকাশিত: ০৬:৪৬ পিএম, ১২ ডিসেম্বর ২০২৪

জুলাই-আগস্টের গণঅভ্যুত্থান চলাকালে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) শিক্ষার্থী আবু সাঈদ হত্যার ঘটনায় আসামিদের দ্রুত গ্রেফতার করা না হলে, রংপুরের মাটিতে কোনো পুলিশের জায়গা হবে না। রংপুরে পুলিশকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে আবু সাঈদ হত্যার বিচার দাবিতে মানববন্ধনে এসব কথা বলেন সাধারণ শিক্ষার্থীরা। মানববন্ধনে বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী অংশ নেন।

এসময় আবু সাঈদের বিভাগের (ইংরেজি) শিক্ষার্থী সুমন সরকার বলেন, আবু সাঈদ হত্যার চার মাস পেরিয়ে গেলেও মামলার এজাহারভুক্ত ছাত্রলীগের ৮৪ জনের মধ্যে এখন পর্যন্ত কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রক্টরকে গ্রেফতার করলেও আবু সাঈদ হত্যার সঙ্গে সরাসরি জড়িত গণিত বিভাগের শিক্ষক মশিউর রহমানকে গ্রেফতার করতে ব্যর্থ হয়েছে পুলিশ। আমরা চাই জড়িতদের দ্রুত গ্রেফতার করা হোক।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বেরোবি সমন্বয়ক বাংলা বিভাগের শিক্ষার্থী শামসুর রহমান সুমন বলেন, আজকের মানববন্ধন থেকে হুঁশিয়ারি করে দিতে চাই, আসামিদের দ্রুত গ্রেফতার করা না হলে পুলিশের বিরুদ্ধে কঠোর কর্মসূচি নিতে বাধ্য হবেন সাধারণ শিক্ষার্থীরা।

আসামিদের দ্রুত গ্রেফতার না করলে রংপুরে পুলিশকে অবাঞ্ছিত ঘোষণা

বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী রাকিব বলেন, ‘ফ্যাসিস্ট সরকারের অনুগত পুলিশ এখনো প্রশাসনে বহাল থাকায় আসামিরা ধরাছোঁয়ার বাইরে। আবু সাঈদ হত্যার সঙ্গে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে যারা মদত দিয়েছেন, তাদের আইনের আওতায় আনতে ব্যর্থ হয়েছে পুলিশ।’

আরেক সমন্বয়ক রহমত আলী বলেন, আবু সাঈদ হত্যায় জড়িতদের পুলিশ দ্রুত গ্রেফতার না করলে ছাত্র-জনতা রংপুরের পুলিশকে মেনে নেবে না। আমরা পুলিশের সব মহলকে বলে দিতে চাই, আবু সাঈদ হত্যার ঘটনায় আসামিদের গ্রেফতার করা না হলে রংপুরের মাটিতে কোনো পুলিশের জায়গা হবে না।রংপুরে পুলিশকে অবাঞ্ছিত ঘোষণা করা হবে।

তাজহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহালম সরদার বলেন, আবু সাঈদ হত্যা মামলার তদন্ত করছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। এটা আমাদের হাতে নেই। তাই আমাদের কিছু করার নেই।

আবু সাঈদ হত্যা মামলার আসামিদের বিষয়ে জানতে চাইলে রংপুর পিবিআইয়ের এসপি এ বি এম জাকির হোসেন বলেন, আবু সাঈদ হত্যার একমাস পর পিবিআইকে দায়িত্ব দেওয়া হয়েছে। আমাদের চেষ্টার কমতি রাখিনি। তদন্ত চলছে। মনিটরিং সেল গঠন করা হয়েছে। মন্ত্রণালয়ও বিষয়টি দেখছে। অনেক ডকুমেন্টেশনের কাজ এখনো শেষ হয়নি।

ফারহান সাদিক সাজু/এসআর/জিকেএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।